Pakistan Cricket

পাক বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করলেন না ‘অপমানিত’ রিজ়ওয়ান, চাইলেন ব্যাখ্যা, চাপালেন শর্তও

মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ক্ষুব্ধ মহম্মদ রিজ়ওয়ান। অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকার করেছেন। বোর্ড কর্তাদের শর্ত দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২৩:০৫
Picture of Mohammad Rizwan

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক দিনের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মহম্মদ রিজ়ওয়ানকে। এ বার পিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন উইকেটরক্ষক-ব্যাটার। সই করলেন না পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে।

Advertisement

বোর্ডের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হতে রাজি নন রিজ়ওয়ান। উল্টে তিনি টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। কেন তাঁকে দীর্ঘ দিন ধরে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না, জানতে চান রিজ়ওয়ান। চুক্তি সই করা নিয়ে তিনি নাকি পিসিবি কর্তাদের একটি শর্তও দিয়েছেন। কী সেই শর্ত, তা অবশ্য জানা যায়নি।

জানা গিয়েছে, এক মাত্র রিজ়ওয়ানই পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকার করেছেন। টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়ার ব্যাখ্যা না পেলে এবং তাঁর দেওয়া শর্ত নকভিরা না মানলে, চুক্তি সই করবেন না তিনি। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের আগে কোনও কারণ না দেখিয়ে তাঁকে এক দিনের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন নকভিরা। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। পিসিবির এই সিদ্ধান্তে ‘অপমানিত’ রিজ়ওয়ান।

এ বার পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় রয়েছেন ৩০ জন ক্রিকেটার। বছরের শুরুতেই পাক ক্রিকেট কর্তারা জানিয়ে দিয়েছিলেন, কারও সঙ্গে এ বার গ্রেড ‘এ’ চুক্তি করা হবে না। এটাও রিজ়ওয়ানের প্রত্যাখ্যানের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন