IPL-PSL Conflict

পাকিস্তানের লিগ ছেড়ে শেষ মুহূর্তে আইপিএলে! পেসারকে আইনি নোটিস ধরাল পাক বোর্ড

প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই আইপিএলের সঙ্গে লেগে গেল পাকিস্তান সুপার লিগের। পাকিস্তানের লিগের দল ছেড়ে ভারতের লিগে আসায় এক ক্রিকেটারকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১২:৪৪
cricket

পিএসএলের দল ছেড়ে আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন কর্বিন বশ। —ফাইল চিত্র।

এই প্রথম বার ভারতের আইপিএল ও পাকিস্তান সুপার লিগ একই সময়ে খেলা হচ্ছে। দুই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই তাদের মধ্যে সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানের লিগের দল ছেড়ে ভারতের লিগে আসায় দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

Advertisement

ড্রাফ্টের সময় পাকিস্তানের দল পেশোয়ার জ়ালমি কিনেছিল দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশকে। তাঁকে ডায়মন্ড ক্যাটেগরিতে রাখা হয়েছিল। কিন্তু আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সের পেসার লিজ়ার্ড উইলিয়ামস চোট পেয়েছেন। তিনিও দক্ষিণ আফ্রিকার পেসার। তার পরেই মুম্বই জানিয়েছে, উইলিয়ামসের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে বশকে।

এই ঘটনা ভাল ভাবে নেয়নি পাকিস্তান। তারা বশের এজেন্টের মাধ্যমে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন। কী ভাবে একটি দলে থাকতে থাকতে তাদের না জানিয়ে আর একটি দলে বশ যোগ দিলেন, সেই প্রশ্ন তোলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বশ জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও অভিযোগ করেছে পাকিস্তান। অন্য বোর্ডের লিগে যুক্ত এক ক্রিকেটারকে কী ভাবে তারা সই করাল, সেই প্রশ্ন তুলেছে তারা। বশ বা ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এই বিষয়ে এখনও কোনও জবাব দেয়নি।

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। পাকিস্তান সুপার লিগ শুরু হয়েছে ২০১৬ সাল থেকে। প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তান সুপার লিগ হয়। মার্চের শেষ দিকে শুরু হয় আইপিএল। ফলে সংঘাতের জায়গা থাকে না। কিন্তু এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সুপার লিগ হবে এপ্রিল-মে মাসে। মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে আইপিএলও। অর্থাৎ, দু’টি প্রতিযোগিতা একই সময়ে হবে। তার আগেই এক ক্রিকেটারকে নিয়ে ঝামেলা লেগে গিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের।

Advertisement
আরও পড়ুন