সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে শেষ ম্যাচ শনিবার। সঞ্জু স্যামসনের ঘরের মাঠ তিরুবনন্তপুরমে জয়ে ফিরতে মরিয়া সূর্যকুমার যাদবেরা। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ ম্যাচ। এই ম্যাচেও প্রথম একাদশে দু’টি পরিবর্তন করতে পারে ভারতীয় শিবির।
চেনা ফর্মে দেখা যাচ্ছে না সঞ্জুকে। আগের ম্যাচেও ভাল শুরু করে ২৪ রানে আউট হয়েছেন। বিশ্বকাপের আগে উদ্বেগ বাড়াচ্ছে ওপেনিং জুটি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে একটি ম্যাচেও প্রত্যাশাপূরণ করতে পারেনি। মনে করা হচ্ছে কোপ পড়তে পারে ফর্মে না থাকা সঞ্জুর উপরে। ভারতীয় শিবির অবশ্য তাঁর ঘরের মাঠে তাঁকে বাদ দিয়ে খেলার কথা ভাবছে না।
শুক্রবার ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেছেন, ‘‘সঞ্জু সঞ্জুই। সকলে যেমন আশা করে, তেমন হয়তো খেলতে পারেনি। তবে এটা খেলারই অঙ্গ। আপনি কখনও পাঁচ ইনিংসে প্রচুর করবেন, কখনও ব্যর্থ হবেন। মানসিকভাবে শক্ত থাকার ব্যাপারটা সংশ্লিষ্ট খেলোয়াড়ের উপর নির্ভর করে। সঞ্জুকে মানসিক ভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছি আমরা। সেটাই আমাদের কাজ। প্রতি দিন কঠোর অনুশীলন করছে সঞ্জু। আমরা জানি ও কী করতে পারে। এর চেয়ে বেশি ওকে নিয়ে আর কী বলার থাকতে পারে?’’ কোটাক বুঝিয়ে দিয়েছেন সঞ্জু সিরিজ়ের পঞ্চম ম্যাচেও খেলবেন।
আগেই সিরিজ় জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় শিবির বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। তবে শনিবার কয়েকটি পরিবর্তন করে দল নামাতে পারেন কোচ গৌতম গম্ভীর। ওপেন করবেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তিন নম্বরে ফিরবেন ঈশান কিশন। তার নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক সূর্যকুমার। পাঁচ নম্বরে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে থাকবেন শিবম দুবে। সাত নম্বরে ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিংহ।
ব্যাটিং অর্ডারের আট নম্বরে ফিরতে পারেন সহ-অধিনায়ক অক্ষর পটেল। ন’নম্বরে খেলবেন হর্ষিত রানা। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে হর্ষিতকে। ১০ নম্বরে বরুণ চক্রবর্তী এবং ১১ নম্বরে কুলদীপ যাদব।