প্রীতি জ়িন্টা। —ফাইল চিত্র।
পঞ্জাব কিংসের সহ-মালিকদের বিরুদ্ধে আবার মামলা করলেন প্রীতি জ়িন্টা। পঞ্জাব কিংসের অন্যতম মালিক এই বলি অভিনেত্রী। তাঁর দল এ বারের আইপিএলের প্লে-অফে উঠেছে। কিন্তু মালিকদের মধ্যে গন্ডগোল থামছে না। নিলামের আগে থেকে শুরু হয়েছিল গন্ডগোল। এর আগেও এক বার মামলা করেছিলেন প্রীতি। আরও এক বার মামলা করলেন তিনি।
চণ্ডীগড় কোর্টে প্রীতি মামলা করেছেন মোহিত বর্মণ এবং নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। এঁদের মধ্যে নেস হচ্ছেন প্রীতির প্রাক্তন প্রেমিক। পঞ্জাব কিংস দলের বেশির ভাগ মালিকানা রয়েছে কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার হাতে। সেই সংস্থার তিন মালিক প্রীতি, মোহিত এবং নেস। কিন্তু প্রীতির অভিযোগ, নিয়ম না মেনে ২১ এপ্রিল একটি বৈঠক ডাকা হয়। নিয়ম মানা হচ্ছে না বলে ১০ এপ্রিল এই বৈঠকের বিরোধিতা করে মেল করেছিলেন বলেও জানিয়েছেন প্রীতি। কিন্তু তাঁর আপত্তি মানা হয়নি। প্রীতির প্রাক্তন প্রেমিক নেস এবং মোহিত মিলে বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত ছিলেন প্রীতি। কিন্তু সেই বৈঠককে বেআইনি বলে ঘোষণা করার আবেদন করেছেন তিনি। ওই বৈঠকে নেওয়া সব সিদ্ধান্তও বাতিল করার আবেদন করেছেন। প্রীতি পাশে পেয়েছেন করণ পলকে। তিনিও পঞ্জাব কিংসের অন্যতম মালিক।
এর আগে গত বছর অগস্টে প্রীতি মামলা করেছিলেন মোহিতদের বিরুদ্ধে। সেই সময় অভিনেত্রীর অভিযোগ ছিল মোহিত বেআইনি ভাবে মালিকানা বিক্রি করে দিতে চাইছেন। পঞ্জাবের ২৩ শতাংশ মালিকানা প্রীতি এবং তাঁর প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার। ৪৮ শতাংশ মালিকানা রয়েছে মোহিতের হাতে। বাকি ৬ শতাংশ করণ পলের হাতে। প্রীতির দাবি, অনৈতিক ভাবে নিজের অংশীদারি অন্য ব্যক্তিকে বিক্রি করতে চাইছেন মোহিত। তিনি যদিও বলেছিলেন, “আমার শেয়ার বিক্রি করার কোনও পরিকল্পনাই নেই।”
প্রীতির অভিযোগ ছিল, মালিকানা নিয়ে একটি চুক্তি রয়েছে তাঁদের মধ্যে। সেখানে স্পষ্ট বলা আছে, কেউ নিজের অংশ বিক্রি করতে চাইলে আগে তা বাকি মালিকদের কাছে প্রস্তাব হিসাবে রাখতে হবে। যদি বাকিরা কেউ কিনতে রাজি না হন, একমাত্র সে ক্ষেত্রেই অন্য কোনও ব্যক্তির কাছে বিক্রি করা যাবে। এ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এখনও পর্যন্ত যদিও মোহিত তাঁর মালিকানা কাউকে বিক্রি করেননি।