WPL 2026

হরমনপ্রীত-ক্যারের ব্যাটে দ্বিতীয় জয় মুম্বইয়ের, মহিলাদের আইপিএলে প্রথম হার গুজরাতের

ডব্লিউপিএলের তৃতীয় ম্যাচে প্রথম হারল অ্যাশলে গার্ডনারের গুজরাত জায়ান্টস। দ্বিতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইকে ব্যাট হাতে জয় এনে দিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং নিকোলা ক্যারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:০৩
picture of cricket

হরমনপ্রীত কৌর। ছবি: এক্স।

মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম হার গুজরাত জায়ান্টসের। মঙ্গলবার হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে গেল অ্যাশলে গার্ডনারের গুজরাত। প্রথমে ব্যাট করে গুজরাত করে ৫ উইকেটে ১৯২ রান। জবাবে মুম্বই ১৯.২ ওভারে ৩ উইকেটে করল ১৯৩ রান। ব্যাট হাতে মুম্বইয়কে জেতালেন হরমনপ্রীত এবং নিকোলা ক্যারে। এ দিনের জয়ের ফলে নেট রান রেটে ভাল থাকায় পয়েন্ট তালিকায় গুজরাতকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত। প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও শুরুটা ভাল করতে পারেনি গুজরাত। দ্রুত আউট হয়ে যান ওপেনার সোফি ডিভাইন (৮)। অন্য ওপেনার বেথ মুনি এবং তিন নম্বরে নামা কণিকা আহুজা পরিস্থিতি সামাল দেন। মুনি ২৬ বলে ৩৩ করেন ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। কণিকা করেন ১৮ বলে ৩৫। ৪টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান অবশ্য পাঁচ নম্বরে ব্যাট করতে নামা জর্জিয়া ওয়ারহ্যামের ৩৩ বলে অপরাজিত ৪৩। ৪টি চার এবং ১টি ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন ভারতী ফুলমালি। তিনি ৩টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে করেন ১৫ বলে ৩৬। এ ছাড়া অধিনায়ক গার্ডনারের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২০ রান। ১৪ বলে ১১ রান করে রিটায়ার্ড আউট হন আয়ুষী সোনি। দ্রুত রান করতে না পারায় তাঁকে তুলে ভারতীকে নামানো হয়।

মুম্বইয়ের সফলতম বোলার শবনিম ইসমাইল ২৫ রানে ১ উইকেট নিয়েছেন। ৩৪ রানে ১ উইকেট হেইলি ম্যাথিউসের। ৩৬ রানে ১ উইকেট ক্যারের। ৪০ রানে ১ উইকেট অ্যামেলিয়া কেরের।

জয়ের জন্য ১৯৩ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় মুম্বই। গুনালান কমলিনি (১৩) এবং ম্যাথিউস (২২) এ দিন দলকে ভরসা দিতে পারলেন না। ৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যান হরমনপ্রীতেরা। আমনজ্যোৎ কৌরকে নিয়ে দলের হাল ধরেন মুম্বই অধিনায়ক। আমনজ্যোৎ ২৬ বলে ৪০ রান করেন ৭টি চারের সাহায্যে। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে ওঠে ৭২ রান। আমনজ্যোৎ আউট হওয়ার পর হরমনের সঙ্গে জুটি বাঁধেন ক্যারে। ক্রিজ়ে এসেই রান তোলার গতি বাড়ান অস্ট্রেলীয় অলরাউন্ডার। শেষ পর্যন্ত হরমনপ্রীত ৪৩ বলে ৭১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে অপরাজিত থাকেন। ম্যাচের শেষ পর্যন্ত ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন মুম্বই অধিনায়ক। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ২টি ছয়। ক্যারে করেন ২৩ বলে ৩৮। মারেন ৬টি চার। তাঁদের অপরাজিত চতুর্থ উইকেটের জুটিতে উঠল ৮৪ রান।

গুজরাতের সফলতম বোলার ডিভাইন ২৯ রানে ১ উইকেট নিয়েছেন। ৩৩ রানে ১ উইকেট কাশভি গৌতমের। ৩৯ রানে ১ উইকেট রেণুকা সিংহ ঠাকুরের।

Advertisement
আরও পড়ুন