IPL 2025

আইপিএল শুরুর আগেই একটি ক্ষেত্রে অধিনায়কদের মধ্যে এগিয়ে পন্থ! প্রথম পাঁচে কারা?

আইপিএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। সব দলের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রতিযোগিতা শুরুর আগেই আটটি দলের অধিনায়কদের মধ্যে একটি ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১১:৪২
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর আগেই আট দলের অধিনায়কদের মধ্যে শীর্ষে ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক প্রতিযোগিতার ইতিহাসে শুধু সবচেয়ে দামি ক্রিকেটার তো বটেই। পাশাপাশি, তিনি এ বারের প্রতিযোগিতার সবচেয়ে দামি অধিনায়কও।

Advertisement

দামের নিরিখে আইপিএলের আটটি দলের অধিনায়কদের মধ্যে শীর্ষে রয়েছেন পন্থ। পারফরম্যান্সের নিরিখে নন, দামের ভিত্তিতে বাকি সব দলের অধিনায়ককে ছাপিয়ে গিয়েছেন তিনি। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা পন্থকে গত নিলামে ২৭ কোটি টাকায় কিনেছে সঞ্জীব গোয়েন্‌কার দল।

অধিনায়কদের মধ্যে দামের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন গত মরসুমে ট্রফিজয়ী শ্রেয়স আয়ার। তাঁকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। নিলামে শ্রেয়সকে দলে নিয়ে পঞ্জাব কিংস খরচ করেছিল ২৬ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ ২৫ লাখ টাকার জন্য তিনি থাকছেন দ্বিতীয় স্থানে।

এই তালিকায় তৃতীয় স্থানে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ তাঁদের অধিনায়ককে ধরে রাখতে খরচ করেছেন ১৮ কোটি টাকা। গত মরসুম থেকেই মহেন্দ্র সিংহ ধোনিদের নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ।

দামি অধিনায়কদের তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ অস্ট্রেলীয় অলরাউন্ডারকে ধরে রাখতে খরচ করেছে ১৮ কোটি টাকা। কামিন্সের নেতৃত্বে গত মরসুমে আইপিএলের ফাইনালে উঠেছিল হায়দরাবাদ।

রুতুরাজ, কামিন্সের সঙ্গেই যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন আরও এক অধিনায়ক। তিনি রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। গত কয়েক মরসুম ধরে রাজস্থানকে সাফল্যে সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু। তাঁকে ধরে রাখতেও রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ খরচ করেছিল ১৮ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন