India vs England 2025

শেষ টেস্টে নেই পন্থ, জানিয়ে দিলেন গম্ভীর, সমালোচকদের একহাত নিয়ে কোচ বললেন, ওঁরা ক্রিকেটের কিছুই বোঝেন না

গুরত্বপূর্ণ ওভাল টেস্টে ঋষভ পন্থকে পাওয়া যাবে না। নিশ্চিত করে দিলেন গৌতম গম্ভীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০০:৫৪
পঞ্চম টেস্টে খেলবেন না ঋষভ পন্থ।

পঞ্চম টেস্টে খেলবেন না ঋষভ পন্থ। ছবি: রয়টার্স।

ম্যাঞ্চেস্টারে ড্র করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে টিকে রয়েছে ভারত। সিরিজ় ড্র করার লক্ষ্যে ওভালে নামবেন শুভমন গিলেরা। গুরত্বপূর্ণ এই টেস্টে ঋষভ পন্থকে পাওয়া যাবে না। নিশ্চিত করে দিলেন গৌতম গম্ভীর।

Advertisement

চতুর্থ টেস্টের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গম্ভীর। সেখানেই পরের টেস্টে পন্থকে না পাওয়ার দুঃসংবাদ জানিয়ে তিনি বলেন, “ভাঙা পা নিয়ে ও যে ভাবে ব্যাট করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে আলোচনা করবেই। ওর চোট পাওয়টা দুর্ভাগ্যজনক।” পরে ভারতীয় ক্রিকেট বোর্ডও সরকারি ভাবে জানিয়ে দেয় শেষ টেস্টে পন্থকে পাওয়া যাবে না। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে এন জগদীশনকে।

এই ভারতীয় দলকে নিয়ে উচ্ছসিত গম্ভীর। তিনি বলেন, “অনেকেই ভাবেননি আমরা ম্যাচ বাঁচাতে পারব। এই দলটা তৈরি হচ্ছে। আমরা সেরা ১৮ জনকে নিয়েছি। শুধু একটু অভিজ্ঞতার অভাব রয়েছে।”

২০০৯ সালে নেপিয়ারে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে গম্ভীর নিজে এ রকমই পরিস্থিতে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, “এই দলটা কাউকে অনুসরণ করে না। এরা শুধু দেশের সাধারণ মানুষের জন্য লড়াই করে।”

অধিনায়ক শুভমন গিলের প্রশংসা করে গম্ভীর বলেন, “শুভমনের প্রতিভা নিয়ে কোনও সন্দেহই নেই। যাঁদের সন্দেহ আছে তাঁরা ক্রিকেটের কিছু বোঝে না। ওর উপর অধিনায়কত্ব কোনও বোঝা নেই।”

ভারতের দল নির্বচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। গম্ভীর বলেন, “আমরা কাউকে বাদ দিইনি। শুধু সেরা একাদশটা বেছেছি। আমাদের মনে হয়েছে ইংল্যান্ডের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন নম্বরে এক জন বাঁ হাতি ব্যাটার দরকার। অংশুল কম্বোজকে আমরা নিয়েছিলাম কারণ আমাদের মনে হয়েছিল ও ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় ও ভাল বল করবে।”

রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর যখন শতরানের মুখে তথন ইংল্যান্ড খেলা শেষ করে দিতে চেয়েছিল। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে এর জন্য সমালোচিত হতে হয়েছে।গম্ভীর বলেন, “কেউ যদি ৯০ বা ৯৫ রানে ব্যাট করে তা হলে তাঁকে সেঞ্চুরি করতে দেওয়া কি উচিত নয়?”

Advertisement
আরও পড়ুন