T20 World Cup 2024

সিরাজের হিরের আংটি রেখে দিয়েছিলেন রোহিত, ১১ মাস পর ফেরত দিলেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন সিরাজ। জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড হিরের আংটি উপহার দিয়েছিল ক্রিকেটারদের। কিন্তু সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সিরাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৭:১৪
Mohammed Siraj, Rohit Sharma

মহম্মদ সিরাজের সঙ্গে রোহিত শর্মা। —ফাইল চিত্র।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড হিরের আংটি উপহার দিয়েছিল ক্রিকেটারদের। কিন্তু সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন না মহম্মদ সিরাজ। তাই তাঁর হাতে আংটি তুলে দিতে পারেনি বোর্ড। আইপিএলের মাঝে সিরাজ সেই উপহার পেলেন রোহিত শর্মার হাত থেকে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন সিরাজ। রোহিত বলেন, “এটা সিরাজের জন্য। ও অনুষ্ঠানে যেতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ভূমিকা নিয়েছিল ও। সিরাজের হাতে এই উপহার তুলে দিতে পেরে আমি গর্বিত।”

রোহিতের হাত থেকে আংটি পেয়ে উচ্ছ্বসিত সিরাজও। তিনি সেই আংটি পরে ছবি তোলেন। এ বারের আইপিএলে সিরাজ শুরু থেকেই ফর্মে রয়েছেন। ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। রোহিতের শুরুটা ভাল না হলেও এখন তিনিও ফর্মে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে নিয়মিত রান করছেন। ১০ ম্যাচে ২৯৩ রান করে ফেলেছেন রোহিত।

মঙ্গলবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি গুজরাত। আইপিএলে সিরাজ খেলেন গুজরাতের হয়ে। সেই ম্যাচের আগে রোহিত এবং সিরাজের সাক্ষাৎ হয়। সেখানেই সিরাজের হাতে আংটি তুলে দেন রোহিত।

Advertisement
আরও পড়ুন