KKR in IPL Auction 2026

ঘাড় থেকে ‘বোঝা’ নামানো হয়ে গিয়েছে, এ বার নতুন শুরুর লক্ষ্যে কেকেআর কোচ! আইপিএল নিলামে কাদের দিকে নজর শাহরুখদের?

পাঁচ দিন পরেই আইপিএলের নিলাম। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। এ বার নজরে কলকাতা নাইট রাইডার্স। কী পরিকল্পনা নিয়ে নামবেন কোচ অভিষেক নায়ার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮
cricket

শাহরুখ খান। —ফাইল চিত্র।

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। সৌদি আরবে ফাঁক ভরাট করতে নামবে ১০টি দল। এই ১০ দলের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের দিকে। কারণ, সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে নামছে তারা। কেকেআরের কোচ অভিষেক নায়ার এ বার নতুন করে শুরু করতে চান। নিলামে কাদের দিকে নজর থাকবে শাহরুখ খানদের?

Advertisement

অভিষেকের পরিকল্পনা চোখে পড়েছে ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রেই। আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ারের মতো ‘বোঝা’দের ঝেড়ে ফেলেছেন তিনি। তাতে এক দিকে যেমন নতুন ক্রিকেটার কেনার সুযোগ হয়েছে, তেমনই বড় অঙ্কের টাকাও এসেছে নাইটদের পকেটে।

আইপিএলের নিলামের আগে অভিষেককে দেখা গিয়েছে মহিলাদের আইপিএলের নিলামে। সেখানে ইউপি ওয়ারিয়র্জের কোচ তিনি। নিলামের আগে প্রায় পুরো দলকে ছেড়ে দিয়েছিল ইউপি। নিলামে ভাল দল গড়েছে তারা। কেকেআরের মতো ইউপি-ও নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল। ফলে ক্রিকেটার কেনার লড়াইয়ে সুবিধা হয়েছে তাদের।

অভিষেক নিলামে কী পরিকল্পনা নিয়ে নামবেন তার একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। জিয়োহটস্টারে করিম বলেন, “অভিষেক সব সময় নতুন করে শুরু করতে চায়। এটাই ওর বিশেষত্ব। আমি নিশ্চিত, কেকেআরের ক্ষেত্রেও সেটা দেখা যাবে। ও জানে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওর কাদের প্রয়োজন। তাদের আগে নেবে। সেই তালিকায় বড় নাম হয়তো থাকবে না। কিন্তু কার্যকরী ক্রিকেটার থাকবে। তার পর বাকিদের দিকে নজর দেবে। সেই কারণে, নিলামের আগেই যাদের দরকার নেই তাদের ছেড়ে দিয়েছে অভিষেক। বাড়তি টাকা নিয়ে নামছে ও।”

ছেড়ে দেওয়া বেঙ্কটেশকে যে নিলামে আবার কেকেআরই কিনতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন করিম। তিনি বলেন, “বেঙ্কটেশকে আবার কেকেআর কিনতে পারে। কারণ, ওকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে ওরা বুঝতে পেরেছে যে, বেশি টাকা দেওয়া হয়ে গিয়েছে। তাই ওকে ছেড়ে দিয়েছে। এ বার বেঙ্কটেশের জন্য খুব একটা লড়াই হবে না। ফলে ওকে কম টাকায় পেতে পারে কেকেআর।”

Advertisement
আরও পড়ুন