IPL 2025

এক বছরে কতটা পরিণত হয়েছেন অধিনায়ক শুভমন? আইপিএলের পারফরম্যান্স বিশ্লেষণ গাওস্করের

গত বছর আইপিএল থেকে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। তাঁর কাঁধে এ বার ভারতের টেস্ট দলের অধিনায়কত্বও। অধিনায়ক হিসাবে এক বছরে কতটা পরিণত হয়েছেন শুভমন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:৫১
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

রোহিত শর্মা অবসর নেওয়ায় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। অধিনায়ক হিসাবে প্রথম সফরে যাবেন ইংল্যান্ডে। গুরুত্বপূর্ণ এই সিরিজ়ে শুভমন পাবেন না বিরাট কোহলিকেও। অধিনায়ক শুভমন কতটা পরিণত? গুজরাত টাইটান্সের অধিনায়ককে পর্যবেক্ষণ করে মতামত জানিয়েছেন সুনীল গাওস্কর।

Advertisement

গত মরসুম থেকে আইপিএলে গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন। এ বার তাঁর নেতৃত্বে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করেছে গুজরাত। শুভমন নিজেও ফর্মে রয়েছেন। তাঁর নেতৃত্বে কী কী পরিবর্তন হয়েছে? শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ রয়েছে গুজরাতের। তার আগে গাওস্কর বলেছেন, ‘‘গত বারের অভিজ্ঞতা থেকে শিখেছে শুভমন। গত বারের কথা মনে করে দেখুন। শুভমনই অধিনায়ক ছিল। গুজরাত ভাল কিছু করতে পারেনি। সেটা ভেবে মনে হল, অধিনায়ক শুভমন কী কী শিখেছে যে দলটা এত ভাল খেলছে? সাই সুদর্শনের সঙ্গে ওপেন করছে। সেটার মধ্যে পরিণত নেতৃত্ব দেখা যাচ্ছে। সুদর্শন যখন চালিয়ে খেলছে, তখন শুভমন খুচরো রান নেওয়ার চেষ্টা করছে। সুদর্শনকে বেশি বল খেলার সুযোগ করে দিচ্ছে। এই ভূমিকাটা খুশি মনেই পালন করছে শুভমন।’’

শুধু ব্যাটিংয়ের সময় নয়, ফিল্ডিংয়ের সময়ও অধিনায়ক শুভমন অনেক পরিণত হয়েছে মনে করেন গাওস্কর। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘কেউ ক্যাচ ফেললে বা খারাপ ফিল্ডিং করলেও মাথা ঠান্ডা রাখছে শুভমন। ওর মধ্যে কোনও বিরক্তি দেখা যাচ্ছে না। আবেগ নিয়ন্ত্রণে রেখে নেতৃত্ব দিচ্ছে। আইপিএলের মতো চাপের প্রতিযোগিতায় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক শুভমন চাইছে দলের ফিল্ডারদের চাপ মুক্ত রাখতে। ও কিন্তু জানে সব সময় সবাই ঠিকমতো পারফর্ম করতে পারছে না। তবু সতীর্থদের পাশে থাকছে। কোনও ভুলের পরও পিঠ চাপড়ে দিয়ে উৎসাহ দিচ্ছে। নিজেকে সতীর্থদের অধিনায়ক হিসাবে তুলে ধরতে চাইছে।’’

অধিনায়ক শুভমন এক বছরেই অনেকটা পরিণত হয়ে গিয়েছেন বলে মনে করেন গাওস্কর। ব্যাটার শুভমনের ফর্মেও খুশি তিনি। এখনও পর্যন্ত আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৬৪৯ রান করেছেন গুজরাত টাইটান্স অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন