Mumbai Indians in IPL 2025

আইপিএলে রেকর্ড মুম্বইয়ের, লখনউকে হারিয়ে কোন কীর্তি গড়ল পাঁচ বারের চ্যাম্পিয়ন দল

আইপিএলে রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে কীর্তি গড়েছেন হার্দিক পাণ্ড্যেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৩:৩৫
cricket

লখনউকে হারিয়ে উল্লাস মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্যের। ছবি: পিটিআই।

শুরুটা খারাপ হলেও এখন টগবগিয়ে চলছে মুম্বই ইন্ডিয়ান্সের বিজয়রথ। পর পর পাঁচটি ম্যাচ জিতেছে তারা। রবিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

লখনউকে হারিয়ে আইপিএলে ১৫০তম জয় পেয়েছে মুম্বই। ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত মোট ২৭১টি ম্যাচ খেলেছে মুম্বই। জিতেছে ১৫০টি। হেরেছে ১২১টি। তারাই একমাত্র দল যারা ১৫০ ম্যাচ জিতেছে। বাকি কোনও দলের এই কীর্তি নেই।

দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে ২৪৮টি ম্যাচের মধ্যে ১৪০টি জিতেছে তারা। মুম্বইয়ের পাশাপাশি চেন্নাইও পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তিন নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বারের চ্যাম্পিয়ন দল ২৬১টি ম্যাচের মধ্যে ১৩৪টি জিতেছে।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে আরও চারটি দল ১০০-র বেশি ম্যাচ জিতেছে। তারা হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১২৯), দিল্লি ক্যাপিটালস (১২১), পঞ্জাব কিংস (১১৭) ও রাজস্থান রয়্যালস (১১৪)। এই চারটি দলের মধ্যে রাজস্থান ছাড়া কেউ আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি।

Advertisement
আরও পড়ুন