IPL 2025

আইপিএলে একাধিক নিষেধাজ্ঞা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের! কী কী করা যাবে না টি২০ প্রতিযোগিতায়?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিঠি দিয়েছে আইপিএল চেয়ারম্যান এবং বিসিসিআইকে। স্টেডিয়াম এবং আইপিএলের অনুষ্ঠানগুলিতে কোন কোন পণ্যের বিজ্ঞাপন ব্যবহার করা যাবে না, তা বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৫:৩১
picture of IPL trophy

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একাধিক নিষেধাজ্ঞা চাপাল আইপিএলের উপর। টি২০ প্রতিযোগিতায় নির্দেশিকাগুলি কঠোর ভাবে মেনে চলার কথা বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। মূলত প্রতিযোগিতায় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে প্রভাবিত হতে পারে বিসিসিআইয়ের মুনাফা।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক চিঠি দিয়েছে আইপিএল চেয়ারম্যান অরুণ সিংহ ধুমল এবং বিসিসিআইকে। তাতে বলা হয়েছে, তামাকজাত এবং অ্যালকোহল রয়েছে এমন পণ্যের সমস্ত বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে আইপিএলে। এই দু’ধরনের জিনিসের সঙ্গে সম্পর্কিত অন্য পণ্যের বিজ্ঞাপনও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল তাঁর চিঠিতে বলেছেন, শুধু খেলার মাঠেই নয়, আইপিএল সংক্রান্ত সব অনুষ্ঠানেই এই ধরনের পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ। ধারাভাষ্যকারেরাও এই ধরনের পণ্যের প্রচার করতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করার জন্য আইপিএল চেয়ারম্যান এবং বিসিসিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন তিনি।

নির্দেশিকায় বলা হয়েছে, স্টেডিয়াম এবং সংলগ্ন যে সব স্থানে আইপিএলের খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেইসব স্থানে এবং টেলিভিশন সম্প্রচারে সারোগেট বিজ্ঞাপন-সহ সব ধরণের তামাক এবং অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে। সমস্ত অনুমোদিত অনুষ্ঠান, পরিকাঠামোগুলিতে তামাক এবং অ্যালকোহলজাত পণ্য বিক্রয় নিষিদ্ধ করতে হবে। যে সব প্রাক্তন খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তামাক এবং অ্যালকোহলের সঙ্গে সম্পর্কিত পণ্যগুলির প্রচারে যুক্ত, তাঁদের নিরুৎসাহিত করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, দেশের যুবসমাজের একটা বড় অংশ ক্রিকেটপ্রেমী। তাঁদের অনেকে ক্রিকেটারদের জীবনযাপন অনুসরণের চেষ্টা করেন। খেলার মাঠ তাই সামাজিক বার্তা দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। এমন কিছু হওয়া উচিত নয়, যা দেশের যুবসমাজের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রভাব তৈরি করতে পারে। কারণ দেশে বছরে প্রায় ১৪ লাখ মানুষের মৃত্যু তামাকের জন্য হয়। এই ক্ষেত্রে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। অ্যালকোহলের জন্যও প্রতি বছর বহু মানুষ অসুস্থ হন এবং অনেকের মৃত্যু হয়। তামাক এবং অ্যালকোহলজাত পণ্যের ব্যবহারে ক্যানসার, ফুসফুসের বিভিন্ন রোগ, মধুমেহ, উচ্চ রক্তচাপের মতো নানা রোগ শরীরে বাসা বাঁধে।

বিসিসিআইও তামাকজাত এবং অ্যালকোহল রয়েছে এমন পণ্যের প্রচারের বিরোধী। তবু আইনের ফাঁক গলে এই ধরনের পণ্য উৎপাদক বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেখা যায় খেলার মাঠে বা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলে। উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল।

Advertisement
আরও পড়ুন