বিরাট কোহলি। — ফাইল চিত্র।
বিরাট কোহলির ফিটনেস বিশ্বের বাকি ক্রিকেটারদের থেকে অনেক ভাল বলে করেন তিনি। খেলার প্রতি কোহলির যে দায়বদ্ধতা, তার তুলনা করেছেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচের সঙ্গে। সেই কোহলিকে টেস্ট অবসর নিয়ে আবার ভাবতে বললেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ধুমল বলেছেন, “আইপিএলের প্রথম মরসুমে কোহলির যে ফিটনেস ছিল এখন তার থেকেও বেশি ফিট। আরসিবি ট্রফি জিতলেও গোটা দেশ চায় বিরাট খেলা চালিয়ে যাক। আমার অনুরোধ, টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আবার বিবেচনা করুক বিরাট।”
ধুমলের সংযোজন, “আশা করি যাতে খুব তাড়াতাড়ি আইপিএল থেকে কোহলি অবসর না নেয়। ক্রিকেট খেলাটার অন্যতম মুখ ও। ক্রিকেটের প্রতি ওর দায়বদ্ধতার সঙ্গে তুলনা করা যায় টেনিসের প্রতি রজার ফেডেরার বা নোভাক জোকোভিচের দায়বদ্ধতাকে। তাই আমি চাই ও যত দিন পারে খেলা চালিয়ে যাক।”
ধুমল এ দিন স্পষ্ট করে দিয়েছেন, অদূর ভবিষ্যতে আইপিএলে দল বাড়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর কথায়, “আইপিএলের দল বাড়িয়ে দেওয়া নিয়ে কোনও পক্ষের সঙ্গে কোনও আলোচনা হয়নি। দুটো দল তিনটে মরসুম আগেই এসেছে। তাই নতুন দল নেওয়ার আগে আপাতত যথেষ্ট সময় রয়েছে। আইপিএলের মান বাকি লিগগুলোর থেকে অনেক আলাদা।”