Delhi Premier League

দিল্লি প্রিমিয়ার লিগের নিলামে কোহলির ভাইপো, সহবাগের পুত্র! দুই আর্যবীরকে ঘিরে বাড়ছে আগ্রহ

এ বার আটটি দলকে নিয়ে হবে ডিপিএল। গত বছর পর্যন্ত প্রতিযোগিতা হয়েছিল ছ’টি দল নিয়ে। দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ বার নতুন করে নিলাম হবে। এই প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন দিগ্বেশ রাঠী, প্রিয়াংশ আর্যেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৯:৪৭
Picture of Virat Kohli and Virender Sehwag

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং বীরেন্দ্র সহবাগ (ডান দিকে)। —ফাইল চিত্র।

দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে পারে সহবাগ এবং কোহলি! প্রতিযোগিতার নিলামে নাম নথিভুক্ত করিয়েছে তারা। এক জন আর্যবীর সহবাগ। আর এক জন আর্যবীর কোহলি। দুই খুদে ক্রিকেটারকে নিয়ে আগ্রহ বাড়ছে ডিপিএলের নিলামে।

Advertisement

বীরেন্দ্র সহবাগের ছেলে আর্যবীর ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত। গত বছর অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করেছে সে। একটি প্রতিযোগিতায় বাবার ৩১৯ রানের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মেঘালয়ের বিরুদ্ধে দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিল ২৯৭ রানের ইনিংস। এ বার সে নাম লিখিয়েছে ডিপিএলের নিলামে। ‘বি’ ক্যাটাগরিতে নাম রয়েছে তার। নিলামে নাম লিখিয়েছে তার ভাই বেদান্ত সহবাগও। ১৫ বছরের অফ স্পিনার এখন দিল্লির অনূর্ধ্ব-১৬ দলের সদস্য। দাদার সঙ্গে সেও রয়েছে একই ক্যাটাগরিতে। অর্থাৎ আগামী ডিপিএলে সহবাগের দুই ছেলেই খেলতে পারে।

সহবাগের দুই প্রতিশ্রুতিমান ক্রিকেটার ছেলের কথা আগেই শুনেছেন ক্রিকেটপ্রেমীরা। তাদের পাশাপাশি ডিপিএলের নিলামের তালিকায় নতুন আকর্ষণ আর এক আর্যবীর। বিরাট কোহলির দাদা বিকাশ কোহলির ১৫ বছরের ছেলে লেগ স্পিনার। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার কাছে খেলা শিখছে সে। ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমির খুদে ক্রিকেটারের নাম ডিপিএলের নিলামের ‘সি’ ক্যাটাগরিতে রয়েছে। দিল্লির অনূর্ধ্ব-১৬ দলের প্রাথমিক শিবিরে গত বছর ডাক পেয়েছিল কোহলির ভাইপো। যদিও চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।

এ বার আটটি দলকে নিয়ে হবে ডিপিএল। গত বছর পর্যন্ত প্রতিযোগিতা হয়েছিল ছ’টি দল নিয়ে। দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ বার নতুন করে নিলাম হবে। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ভাল পারফর্ম করেই আইপিএলে দল পেয়েছেন প্রিয়াংশ আর্য, দিগ্বেশ রাঠীর মতো ক্রিকেটারেরা।

Advertisement
আরও পড়ুন