Andre Russell Retirement

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন আন্দ্রে রাসেল, কেকেআরের হয়ে খেলবেন কি ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার?

ওয়েস্ট ইন্ডিজ়ের আন্দ্রে রাসেল আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। সেটাই হবে দেশের হয়ে রাসেলের শেষ ম্যাচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ০০:১০
আন্দ্রে রাসেল।

আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ়ের এই অলরাউন্ডার আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। সেটাই হবে দেশের হয়ে রাসেলের শেষ ম্যাচ।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে রাসেলকে দলে রাখা হয়েছে। কিন্তু মনে করা হচ্ছে প্রথম দুটো ম্যাচ খেলার পরেই রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। প্রথম দুটো ম্যাচ হবে রাসেলের ঘরের মাঠ জামাইকার সাবাইনা পার্কে।

২০১৯ সালে দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় রাসেলের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সাত মাস আগে অবসর নিচ্ছেন রাসেল। দু’মাসেরও কম সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের দুই তারকা ক্রিকেটার রাসেল এবং নিকোলাস পুরানের অবসর হচ্ছে।

২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রাসেল। দেশের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৭৮ রান করেছেন রাসেল। গড় ২২, সর্বোচ্চ রান ৭১, স্ট্রাইক রেট ১৬৩.০৮। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০.৫৯ গড়ে ৬১টা উইকেটও নিয়েছেন রাসেল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর আইপিএলে কেকেআরের হয়ে আগামী মরসুমে তাঁকে খেলতে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।

Advertisement
আরও পড়ুন