AIFF Super Cup 2025

ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পঞ্জাব, সুপার কাপের সেমিফাইনাল, ফাইনালের দিন জানিয়ে দিল ফেডারেশন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে সুপার কাপের শেষ চারের লড়াই। শুক্রবার নকআউট পর্বের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দু’টি সেমিফাইনাল হবে ৪ ডিসেম্বর ও ফাইনাল হবে ৭ ডিসেম্বর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ২৩:১৩
cricket

সুপার কাপের ট্রফি। — ফাইল চিত্র।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে সুপার কাপের শেষ চারের লড়াই। শুক্রবার নকআউট পর্বের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দু’টি সেমিফাইনাল হবে ৪ ডিসেম্বর ও ফাইনাল হবে ৭ ডিসেম্বর। তবে কোথায় ম্যাচগুলি হবে তা এখনও জানানো হয়নি।

Advertisement

সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও পঞ্জাব এফসি। পঞ্জাব প্রথম বার সুপার কাপের সেমিফাইনালে খেলতে নামছে। দু’টি দলই নিজেদের গ্রুপে অপরাজিত থেকে শেষ করেছে। ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে গোল পার্থক্যে পিছনে ফেলে গ্রুপে শীর্ষে শেষ করে। দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ ডার্বিতে গোলশূন্য ড্রয়ের পর ইস্টবেঙ্গল শেষ চারে পৌঁছয়।

অন্য দিকে, বেঙ্গালুরু এফসি-র সঙ্গে পয়েন্ট ও সব পরিসংখ্যান সমান ছিল পঞ্জাবের। ফলে গ্রুপের সিদ্ধান্ত গড়ায় পেনাল্টি শুটআউটে। পঞ্জাবের গোলরক্ষক মুহিত খান বেঙ্গালুরুর উইঙ্গার রায়ান উইলিয়ামসের শট বাঁচিয়ে নায়ক হয়ে ওঠেন এবং নিজের দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করেন।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারলেও, প্রথম দুই ম্যাচে ছ’পয়েন্ট পাওয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল গোয়া।

মুম্বইকে সেমিফাইনালে যেতে কিছুটা ভাগ্যের সহায়তা পেতে হয়েছে। সুপার কাপের গ্রুপ পর্বে আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের কাছে অপ্রত্যাশিত ভাবে হারে তারা। তবে কেরল ব্লাস্টার্সের শেষ মুহূর্তের আত্মঘাতী গোল মুম্বইকে শেষ চারে জায়গা করে পেতে সাহায্য করেছে।

সেমিফাইনালের জয়ী দুই দল ৭ ডিসেম্বর সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে।

Advertisement
আরও পড়ুন