Lionel Messi

মেসির গোলে হার বাঁচাল ইন্টার মায়ামি, জাতীয় দলের প্রাক্তন সতীর্থের রেকর্ডও ভাঙলেন লিয়ো

ইন্টার মায়ামির হয়ে ৪৪তম গোল করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। লিয়োনেল মেসি ভেঙে দিলেন আর্জেন্টিনার জাতীয় দলের প্রাক্তন সতীর্থ গঞ্জালো হিগুয়েনের রেকর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৮:৪১
picture of Lionel Messi

লিয়োনেল মেসি। ছবি: এক্স (টুইটার)।

টরন্টো এফসির বিরুদ্ধে লিয়োনেল মেসিকে প্রথম একাদশে না রাখার কথা ভেবেছিলেন ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের ম্যাসচেরানো। অথচ সেই মেসির গোলেই হার বাঁচাল তাঁর দল। টরন্টোর বিরুদ্ধে গোল করে একটি নজিরও গড়েছেন এমএল ১০।

Advertisement

ম্যাচের দু’টি গোলই হয়েছে প্রথমার্ধের সংযুক্ত সময়। প্রথমে ৪৫+২ মিনিটে টরন্টোকে এগিয়ে দেন ফেডেরিকো বের্নারদেস্কি। ঠিক ৩ মিনিট পরেই দলকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। এ বারের মেজর লিগ সকারে এই নিয়ে চার ম্যাচে তিন গোল হয়ে গেল মেসির। এই ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকল মায়ামি। ছ’টি ম্যাচ খেলে মেসিদের পয়েন্ট এখন ১৪। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু।

আমেরিকার ক্লাবটির হয়ে ৪৪তম গোল করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। তিনি ভেঙে দিলেন আর্জেন্টিনার জাতীয় দলের প্রাক্তন সতীর্থ গঞ্জালো হিগুয়েনের রেকর্ড। তিনি মায়ামির হয়ে ৪৩টি গোল করেছিলেন। হিগুয়েন খেলেছিলেন ৬৭টি ম্যাচ। মায়ামির হয়ে ৩৯তম ম্যাচেই তাঁকে টপকে গেলেন মেসি।

Advertisement
আরও পড়ুন