CFL 2025

কলকাতা লিগে অব্যাহত লাল-হলুদ দাপট, ডার্বি জয়ের পরেই ৬ গোলে জিতল ইস্টবেঙ্গল

মোহনবাগানের বিরুদ্ধে জয়ের পর কলকাতা লিগে আরও অপ্রতিরোধ্য দেখাচ্ছে ইস্টবেঙ্গলকে। মঙ্গলবার ব্যারাকপুরে বিনো জর্জের দল আধ ডজন গোলে হারাল বেহালা এসএসকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:৩৬
picture of east bengal

জয়ের উচ্ছ্বাস ইস্টবেঙ্গল ফুটবলারদের। ছবি: সংগৃহীত।

ডার্বি জয়ের পর অনেক সময় বড় দলের ফুটবলারদের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যায়। এ বারের ইস্টবেঙ্গল অন্য রকম। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে বেহালা এসএসকে ৬-০ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড।

Advertisement

ব্যারাকপুরের মাঠে ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল বিনো জর্জের ছেলেদের। বেহালা এসএস-এর রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেছেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। চাপের মুখে রক্ষণ সংগঠন অটুট রাখতে পারেনি বেহালা এসএস। ১৮ মিনিটেই ইস্টবেঙ্গল এগিয়ে যায় চাকু মাণ্ডির গোলে। ৩০ মিনিটে লাল-হলুদের পক্ষে ব্যবধান বাড়ান ডেভিড। ৩ মিনিট পরেই দলের হয়ে তৃতীয় গোল করেন মহম্মদ আশিক। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

প্রথমার্ধেই ৩ পয়েন্ট এক রকম নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে লাল-হলুদ ফুটবলারেরা আরও চাপমুক্ত হয়ে খেলেন। ৩ গোলে পিছিয়ে থাকা বেহালা এসএস-এর পক্ষে ব্যবধান কমানো সম্ভব হয়নি। বরং ইস্টবেঙ্গলের আগ্রাসী ফুটবলের চাপে আরও এলোমেলো খেলতে শুরু করেন তাদের ফুটবলারেরা। ম্যাচের ৭১ থেকে ৭৫ মিনিটের মধ্যে আরও ৩ গোল করে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। পর পর তিনটি গোল করেন যথাক্রমে নসিব রহমান, মার্ক জোথানপুইয়া এবং গুইতে ভানলালপেকা।

Advertisement
আরও পড়ুন