IFA Shield

জয় দিয়ে শিল্ড শুরু ইস্টবেঙ্গলের, লাল-হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই গোল জয় গুপ্তের

সুপার কাপের আগে আইএফএ শিল্ডকে গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল। সেটা যে শুধু কথার কথা নয়, তা মাঠে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে প্রমাণ করেদিলেন লাল-হলুদ ফুটবলারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৮:০৪
picture of east bengal

(বাঁ দিকে) হামিদ আহদাদের অভিনন্দন জয় গুপ্তাকে (ডান দিকে)। ইস্টবেঙ্গলের প্রথম গোলের পর। ছবি: সংগৃহীত।

জয় দিয়ে আইএফএ শিল্ড শুরু করল ইস্টবেঙ্গল। বুধবার কল্যাণীতে শ্রীনিধি ডেকান এফসিকে ৪-০ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন জয় গুপ্তা।

Advertisement

ম্যাচের আগের দিনই সহকারী কোচ বিনো জর্জ বলেছিলেন, সুপার কাপের আগে আইএফএ শিল্ডকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। সেটা যে শুধু কথার কথা নয়, তা মাঠে প্রমাণ করেদিলেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। শ্রীনিধির বিরুদ্ধে প্রথম থেকেই আগ্রাসী ফুটবল খেলেন সাউল ক্রেসপো, হামিদ আহদাদেরা। ছোট ছোট পাস খেলে বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখার চেষ্টা করেন অস্কার ব্রুজ়োর ছেলেরা। বিদেশিহীন শ্রীনিধির বিপক্ষে একের পর এক আক্রমণ তৈরি করে ইস্টবেঙ্গল। ২১ মিনিটের মাথায় ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের শট শ্রীনিধি গোলরক্ষক বাঁচালেও ফিরতি বল থেকে গোল করতে ভুল করেননি সুযোগ সন্ধানী জয়। ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন গত মরসুমে আই লিগের সেরা ডিফেন্ডার। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে দ্বিতীয় গোল করেন ক্রেসপো। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়েন লাল-হলুদ ফুটবলারেরা।

দ্বিতীয়ার্ধেও শ্রীনিধির ফুটবলারেরা বিশেষ কিছু করতে পারেননি। ইস্টবেঙ্গলকে সেই অর্থে কোনও চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি হায়দরাবাদের দলটি। ইস্টবেঙ্গলও আগ্রাসী ফুটবলের রাস্তা থেকে সরেনি। ৪৮ মিনিটে লাল-হলুদের হয়ে তৃতীয় গোল করেন হামিদ। বিপিন সিংহের ক্রসে হেড দিয়ে গোল করেন তিনি। ৫২ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন জিকসন সিংহ। বাকি সময়ও ইস্টবেঙ্গল দাপট ধরে রাখলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি।

আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নামধারী এফসির বিরুদ্ধে ১৪ অক্টোবর। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায়, সেই ম্যাচে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারবেন লাল-হলুদ ফুটবলারেরা।

Advertisement
আরও পড়ুন