East Bengal

মেসারার্সকে সাত গোল দিয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের, জোড়া গোল জেসিনের

যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই কলকাতা লিগ শুরু করল ইস্টবেঙ্গল। এই মরসুমের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতল তারা। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে হারাল ৭-১ গোলে। জোড়া গোল করলেন জেসিন টিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৮:৩১
football

ইস্টবেঙ্গল ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই কলকাতা লিগ শুরু করল ইস্টবেঙ্গল। এই মরসুমের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতল তারা। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে হারাল ৭-১ গোলে। জোড়া গোল করলেন জেসিন টিকে।

Advertisement

শুরুতেই ইস্টবেঙ্গলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। মেসারার্সের সুরচন্দ্র সিংহের ফ্রিকিক বারে লাগে। ভানলালপেকা গুইতের পাস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মনোতোষ মাজি। মেসারার্স একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। সায়ন বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় গোলটি করেন। তৃতীয় গোল ভানলালপেকা গুইতের। প্রথমার্ধের শেষ দিকে সায়নের শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের চতুর্থ গোল তন্ময় দাসের। বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শট মেসারার্স গোলকিপারের হাতের ফাঁক দিয়ে গলে যায়। পরিবর্ত আজাদের পাস থেকে পঞ্চম গোল পরিবর্ত হিসাবে নামা জেসিনের। দু’মিনিট পরেই ব্যক্তিগত নৈপুণ্যে বিপক্ষের একাধিক ফুটবলারকে কাটিয়ে গোল করেন জেসিন।

ইস্টবেঙ্গলের সপ্তম গোল সুমন দে-র। বক্সের বাইরে থেকে মাপা শটে গোল করেন। বিপক্ষ গোলকিপারের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। মেসারার্স ক্লাবের একমাত্র গোল অ্যান্ডি জাখারির। ম্যাচের পর ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস দাবি করেন, জেসিনের ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত।

Advertisement
আরও পড়ুন