AFC Asian Cup Qualifiers

বাংলাদেশ ম্যাচের প্রাথমিক দলে জায়গা হল না সুনীলের, এক ঝাঁক তরুণকে সুযোগ দিলেন খালিদ

আগামী এএফসি কাপের যোগ্যতা অর্জনের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার। এই ম্যাচের জন্য বুধবার ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন খালিদ জামিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ২২:০৭
picture of Sunil Cheetri

সুনীল ছেত্রী। —ফাইল চিত্র।

ভারতীয় দলে জায়গা হল না সুনীল ছেত্রীর। এএফসি কাপ যোগ্যতা অর্জন পর্বের বাংলাদেশ ম্যাচের জন্য প্রাথমিক দলে জায়গা হয়নি প্রাক্তন অধিনায়কের। ২৩ জনের দলে তাঁকে রাখেননি কোচ খালিদ জামিল।

Advertisement

আগামী ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। গ্রুপ ‘সি’-তে সকলের শেষে রয়েছে ভারত। আগামী এএফসি কাপের যোগ্যতা অর্জনের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে খালিদের দল। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সেই অর্থে নিয়মরক্ষার। এই ম্যাচের জন্য বুধবার ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ। স্ট্রাইকার হিসাবে তিনি রেখেছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহকে। অভিজ্ঞকে সুনীলকে এই ম্যাচের জন্য বিবেচনা করেননি তিনি।

সম্ভবত নিয়মরক্ষার এই ম্যাচে তরুণদের দেখে নিতে চাইছেন খালিদ। যেমন সানানকে তিনি ডেকে নিয়েছেন অনূর্ধ্ব-২৩ দল থেকে। বেশ কয়েক জন তরুণ ফুটবলারকে প্রাথমিক দলে রেখেছেন তিনি। ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির করবেন খালিদ। ১৫ নভেম্বর দল নিয়ে ঢাকা যাবেন।

গোলরক্ষক হিসাবে রয়েছেন গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি এবং সাহিল। ডিফেন্ডার হিসাবে রয়েছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর, রাহুল বেকে এবং সন্দেশ ঝিঙ্ঘান। মিডফিল্ডার হিসাবে ডাক পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু এবং সুরেশ সিংহ ওয়াংজাম।

Advertisement
আরও পড়ুন