Lionel Messi in Inter Miami

খারাপ সময় কাটছেই না মেসিদের, আরও এক হারে পয়েন্ট তালিকায় ছ’নম্বরে নামল মায়ামি

লিয়োনেল মেসি ও ইন্টার মায়ামির খারাপ সময় কাটছেই না। আরও একটি ম্যাচ হেরেছে তারা। মেজর লিগ সকারের পয়েন্ট তালিকায় আরও নেমেছে মায়ামি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৬:৪৪
football

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

জিততেই ভুলে গিয়েছে ইন্টার মায়ামি। গোল করতে পারছেন না লিয়োনেল মেসি। ফলে তাঁর দলের সমস্যা আরও বাড়ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাতটি ম্যাচে মাত্র একটি জিতেছে মায়ামি। এ বার অরল্যান্ডো সিটির কাছে হেরেছে তারা। এই হারের ফলে মেজর লিগ সকারের পয়েন্ট তালিকায় আরও নেমেছে মায়ামি।

Advertisement

ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে হিমশিম খেয়েছে মায়ামি। প্রথম থেকেই তাদের বক্সে একের পর এক আক্রমণ হয়েছে। ৪৩ মিনিটে লুই মুরিয়েলের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে গোল করেন মার্কো পাসালিচ। সংযুক্তি সময়ে দলের তৃতীয় গোল করেন ডাগুর ড্যান। ০-৩ গোলে হারে মায়ামি।

গোটা ম্যাচে অরল্যান্ডোর গোল লক্ষ্য করে মাত্র দু’টি শট মেরেছেন মেসি। তাতে গোল হয়নি। বক্সের বাইরে নিজের পছন্দের জায়গায় একটি ফ্রিকিকও পেয়েছিলেন তিনি। সেটিও কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনার ফুটবলার। মেসি আটকে যাওয়ায় সমস্যায় পড়েছে মায়ামি। গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে হারতে হয়েছে।

এই হারের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমেছে মায়ামি। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে সাত পয়েন্ট পিছিয়ে তারা। অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে ফিলাডেলফিয়া। লিগের প্লে-অফে জিততে হলে প্রথম সাত দলের মধ্যে থাকতে হবে মায়ামিকে। এখন দেখার পরের ম্যাচে মায়ামি জয়ে ফিরতে পারে কি না।

Advertisement
আরও পড়ুন