Mohun Bagan

কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান, শিবমের হ্যাটট্রিকে বিএসএস-কে পাঁচ গোল দিল সবুজ-মেরুন

কলকাতা লিগে আবার জিতল মোহনবাগান। রবিবার নৈহাটি স্টেডিয়ামে তারা বিএসএস স্পোর্টিংকে হারিয়েছে ৫-২ গোলে। হ্যাটট্রিক করেছেন শিবম মুন্ডা। আগের ম্যাচে সুরুচি সঙ্ঘের কাছে আটকে গেলেও এ দিন শিবমের পারফরম্যান্সে জিতেছে মোহনবাগান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ২২:৪১
football

হ্যাটট্রিক করা শিবমকে (মাঝে) নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি: সমাজমাধ্যম।

কলকাতা লিগে আবার জিতল মোহনবাগান। রবিবার নৈহাটি স্টেডিয়ামে তারা বিএসএস স্পোর্টিংকে হারিয়েছে ৫-২ গোলে। হ্যাটট্রিক করেছেন শিবম মুন্ডা। আগের ম্যাচে সুরুচি সঙ্ঘের কাছে আটকে গেলেও এ দিন শিবমের পারফরম্যান্সে জিতেছে মোহনবাগান।

Advertisement

তবে এই জয় সহজে আসেনি। মোহনবাগান প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দু’মিনিটের ব্যবধানে দুটো গোল করে সমতা ফেরায় বিএসএস। তার পর সে ভাবে প্রতিরোধ গড়তে পারেনি তারা। আরও তিনটে গোল করে জয় নিশ্চিত করে মোহনবাগান।

প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলেছে মোহনবাগান। শুরু থেকেই বিএসএস-কে চাপে রেখেছিল তারা। ২৯ মিনিটে শিবম তাঁর প্রথম গোল করেন। দ্বিতীয় গোল করেন সরাসরি কর্নার থেকে। তাঁর নেওয়া শট জালে জড়িয়ে যায়। অতীতে ইস্টবেঙ্গলের আলভিটো ডি’কুনহা এ ধরনের গোল করেছিলেন।

দ্বিতীয়ার্ধে পাল্টা লড়াই দেয় বিএসএস। ৪৯ মিনিটে রোমিন গোলদার এবং পরের মিনিটে তুহিন গোল করে সমতা ফেরান। তবে মোহনবাগান বিশেষ অস্বস্তিতে পড়েনি। ৫৪ মিনিটে আবার মোহনবাগানকে এগিয়ে দেন শিবম। ৬৩ মিনিটে আদিত্য অধিকারী মোহনবাগানের চতুর্থ গোল করেন। ৮৯ মিনিটে করণ রাইয়ের গোলে জয় নিশ্চিত হয়ে যায় মোহনবাগানের। খেলা যত এগোয় ততই হারিয়ে যায় বিএসএসের প্রতিরোধ।

Advertisement
আরও পড়ুন