নজরে: সুপার কাপের ফাইনালে চর্চায় ভালভার্দে, ইয়ামাল। ছবি: রয়টার্স এবং ফাইল চিত্র।
মাদ্রিদ ডার্বি জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ। আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ২-১ জয়ের রাতে নায়ক ফেদেরিকো ভালভার্দে। বুধবার রাতেই রাফিনহার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ চূর্ণ করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে রিয়ালের জয়ের নেপথ্যে প্রধান কারিগর ভালভার্দে। ফলে রবিবার রাতে জেড্ডায় সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
দর্শকরা ভাল করে বসার আগেই আতলেতিকো দে মাদ্রিদের পেনাল্টি বক্সের বেশ বাইরে জুড বেলিংহামকে ফাউল করেন কনোর গ্যালাঘার। প্রায় ২৫ গজ দূর থেকে গোলার মতো শটে গোল করে ভালভার্দে নিজেও যেন অবাক হয়ে গিয়েছিলেন। দুই হাত দিয়ে মাথা চাপড়াতে চাপড়াতে দৌড়তে শুরু করে তিনি। ২০০৮ সালের ১৮ অক্টোবরের পরে আতলেতিকোর বিপক্ষে এটাই রিয়ালের দ্রুততম গোল (৭৬ সেকেন্ডে)। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোল করার নজিরও তিনি গড়লেন। ভালভার্দের এই গোলের পরে ৫৫ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান রদ্রিগো। তিন মিনিট পর আলেকসান্দার সোরলথ ব্যবধান কমালেও আতলেতিকোর হার বাঁচাতে পারেননি।হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপেকে ছাড়াই দল নামিয়েছিলেন রিয়াল ম্যানেজার জাবি আলন্সো। তিনি জানিয়েছেন, হয়তো ফাইনালে এমবাপেকে পাওয়া যেতে পারে। ৮১ মিনিটে ভিনিশিয়াস জুনিয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আতলেতিকোর ম্যানেজার দিয়েগো সিমিয়োনে। ফলে হলুদ কার্ডও দেখতে হয় ভিনিশিয়াসকে।