Mohun Bagan

‘তোমাকে চাই’, ইস্তাহার প্রকাশ করে নির্বাচনী লড়াই শুরু সৃঞ্জয়ের, দিলেন ১৪ প্রতিশ্রুতি

মোহনবাগানের সচিব পদে ফেরার জন্য নির্বাচনী লড়াই শুরু করে দিলেন সৃঞ্জয় বসু। শনিবার আনুষ্ঠানিক ভাবে ইস্তাহার প্রকাশ করা হল। সেখানে ১৪ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সমর্থকদের জন্য। সৃঞ্জয় আহ্বান করেছেন নতুন মোহনবাগান গড়ে তোলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ২২:২৩
football

(বাঁ দিক থেকে) সোমা বিশ্বাস, শিশির ঘোষ এবং সৃঞ্জয় বোস। ছবি: সংগৃহীত।

মোহনবাগানের সচিব পদে ফেরার জন্য নির্বাচনী লড়াই শুরু করে দিলেন সৃঞ্জয় বসু। শনিবার আনুষ্ঠানিক ভাবে ইস্তাহার প্রকাশ করা হল। সেখানে ১৪ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সমর্থকদের জন্য। সৃঞ্জয় আহ্বান করেছেন নতুন মোহনবাগান গড়ে তোলার।

Advertisement

সৃঞ্জয়ের দাবি, এই প্রথম মোহনবাগানের নির্বাচনে কোনও প্রার্থী ইস্তাহার প্রকাশ করলেন। শনিবার সল্টলেকে প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, প্রাক্তন ক্রীড়াবিদ সোমা বিশ্বাসের উপস্থিতিতে এই ইস্তাহার প্রকাশ করা হয়।

সৃঞ্জয় জানিয়েছেন, ক্লাবে খোলামেলা পরিবেশ আনতে চান। বর্তমান পরিকাঠামোয় উন্নতি করা তাঁর লক্ষ্য। সদস্য গ্যালারি, কাফেটেরিয়ার উন্নতি করা হবে। ক্লাবের যাঁরা প্রবীণ সদস্য এবং ৫০ বছর ধরে সদস্যপদ ধরে রেখেছেন, তাঁদের বার্ষিক চাঁদা মকুবের চেষ্টা করা হবে।

কোনও সদস্য মারা গেলে তাঁর পরিবারকে সেই সদস্যপদ হস্তান্তর করা হবে। সদস্যদের টিকিট পাওয়ার ক্ষেত্রে আধুনিকীকরণ করা হবে। টিকিট পেতে কাউকে যাতে সমস্যা পোয়াতে না হয় সে দিকে খেয়াল রাখা হবে। এখনকার ক্লাব সেনার নিয়ন্ত্রণে থাকায় নতুন ক্যাম্পাস খোঁজার চেষ্টা করা হবে। ক্লাবকে বিপণনযোগ্য করে তোলার চেষ্টা করা হবে।

এ ছাড়া, সমাজমাধ্যমে আরও সক্রিয়তা, টেনিস কার্নিভালের পুনরুজ্জীবন, ক্লাবের লয়্যালটি প্রোগ্রাম, প্রাক্তনীদের অংশগ্রহণ এবং ক্লাবে মহিলা প্রতিনিধিদের আরও বেশি করে নিয়ে আসার চেষ্টা করা হবে।

Advertisement
আরও পড়ুন