US Open 2025

ইউএস ওপেনে জয় সিনার, শিয়নটেক, গফের, তৃতীয় রাউন্ডে বিদায় জ়েরেভের, ডবলসের দ্বিতীয় রাউন্ডে ভাম্বরিরা

তৃতীয় রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেলেন ইয়ানিক সিনার, ইগা শিয়নটেক। তবে চতুর্থ রাউন্ডে উঠতে পারলেন না পুরুষদের তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১১:৪২
Picture of Jannik Sinner and Iga Swiatek

(বাঁ দিকে) ইয়ানিক সিনার এবং ইগা শিয়নটেক (ডান দিকে)। ছবি: এক্স।

ইউএস ওপেনে অঘটন অব্যাহত। পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে হেরে গেলেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ। যদিও প্রত্যাশা মতোই প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। চতুর্থ রাউন্ডে উঠেছেন লরেঞ্জো মুসেট্টি, আন্দ্রে রুবলেভ। মহিলাদের সিঙ্গলসে জয় পেয়েছেন ইগা শিয়নটেক, কোকো গফ, নাওমি ওসাকা। পুরুষদের ডবলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছে ভারতের ইউকি ভাম্বরি এবং নিউ জ়িল্যান্ডের মাইকেল ভেনাস জুটি। মহিলাদের ডবলসে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামসও।

Advertisement

এক সেট পিছিয়ে পড়লেও তৃতীয় রাউন্ডে জয় পেলেন পুরুষদের শীর্ষ বাছাই সিনার। ২৭ নম্বর বাছাই কানাডার ডেনিস শাপোভালোভকে ৩ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে ইটালীয় তারকা হারালেন ৫-৭, ৬-৪, ৬-৩, ৬-৩ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে লড়াই করতে হল মহিলাদের দ্বিতীয় বাছাই শিয়নটেককেও। তিনি ১ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে হারালেন ২৯ নম্বর বাছাই আনা কালিনস্কায়াকে। ছ’টি গ্র্যান্ড স্ল্যামজয়ীর পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৭-২), ৬-৪। প্রথম সেটে এক সময় ১-৫ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন শিয়নটেক। সেই অবস্থা থেকে লড়াইয়ে ফিরে ম্যাচ বের করে নিয়েছেন তিনি। মহিলাদের তৃতীয় বাছাই গফ অবশ্য সহজ জয় পেয়েছেন। আমেরিকার তারকা ৬-৩, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন ২৮ নম্বর বাছাই পোল্যান্ডের ম্যাগডালেনা ফ্রেচকে।

সিনার, শিয়নটেক, গফের মতো প্রথম সারির খেলোয়াড়েরা জয় পেলেও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে ছিটকে গেলেন জ়েরেভ। তিনি ২৫তম বাছাই কানাডার ফেলিক্স আগার-আলিয়াসিমের কাছে হারলেন। জার্মান খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৭ (৭-৯), ৪-৬, ৪-৬। চতুর্থ রাউন্ডে উঠতে পারলেন না ১৪তম বাছাই আমেরিকার টমি পলও। তাঁকে ৩ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে হারিয়ে দিলেন ২৩তম বাছাই আলেকজান্ডার বুবলিক। কাজাখস্তানের খেলোয়াড়ের পক্ষে ফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-১। লড়াই করতে হল রুবলভকেও। পুরুষদের ১৫ নম্বর বাছাই ২-৬, ৬-৪, ৬-৩, ৪-৬, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন হংকংয়ের অবাছাই খেলোয়াড় কোলম্যান ওংকে।

তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন দশম বাছাই ইটালির মুসেট্টি। তিনি ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন ২৪তম বাছাই স্বদেশীয় ফ্ল্যাবিয়ো কোবোলিকে। মহিলাদের সিঙ্গলসে জিতেছেন ২৩ নম্বর বাছাই নাওমি ওসাকা। তিনি ৬-০, ৪-৬, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ১৫তম বাছাই অস্ট্রেলিয়ার ডারিয়া কাস্টকিনাকে। এ ছাড়াও বাছাই খেলোয়াড়দের মধ্যে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন আমান্ডা অ্যানিসিমোভা, ক্যারোলিনা মুচোভা, মার্টা কস্টিউক, অ্যালেক্স ডি মিনাউর।

পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভাম্বরি। তাঁর এবং ভেনাসের ১৪ নম্বর বাছাই জুটি ৬-০, ৬-৩ ব্যবধানে ১ঘণ্টায় হারিয়েছে আমেরিকার মার্কোস জিরন-লার্নার তিয়েনকে। কানাডার লেইলা ফার্নান্ডেজকে নিয়ে মহিলাদের ডাবলসের তৃতীয় রাউন্ডে উঠলেন ভেনাস। তাঁরা ৭-৬ (৭-১), ৬-১ ব্যবধানে হারালেন জাপানের এরি হোজ়ুমি এবং নরওয়ের উরিক্কে একেরি জুটিকে।

Advertisement
আরও পড়ুন