badminton

Singapore Open 2022: সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে সিন্ধু, কোয়ার্টারে জয় এল মাত্র ৬২ মিনিটে

প্রথম গেমে হারলেও কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিলেন পিভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৬:০৭
সেমিফাইনালে সিন্ধু।

সেমিফাইনালে সিন্ধু। —ফাইল চিত্র

চিনের প্রতিপক্ষকে কোয়ার্টার ফাইনালে হারাতে পিভি সিন্ধু সময় নিলেন মাত্র ৬২ মিনিট। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু পৌঁছে গেলেন সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ প্রতিযোগিতার সেমিফাইনালে। চিনের হান ইউ-কে সিন্ধু হারান ১৭-২১, ২১-১১, ২১-১৯ গেমে।

প্রথম গেমে বিশ্বের সাত নম্বর সিন্ধু হেরে যান। হানের সঠিক জায়গায় রাখা শটগুলোর কোনও জবাব দিতে পারেননি সিন্ধু। কিন্তু পরের দু’টি গেমে ফিরে আসেন তিনি। হানের বিরুদ্ধে সিন্ধু এর আগে দু’বার জিতেছিলেন। এই নিয়ে তিন বার জিতলেন তিনি।

Advertisement

কমনওয়েলথ গেমসের আগে এটাই সিন্ধুর কাছে শেষ প্রতিযোগিতা। তাইল্যান্ড ওপেনের পর সেই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।

সেমিফাইনালে সিন্ধু খেলবেন অখ্যাত সায়েনা কাওয়াকামির বিরুদ্ধে। বিশ্বের ৩৮ নম্বর এই জাপানি শাটলার ষষ্ঠ বাছাই তাইল্যান্ডের পর্নপায়ুই চোচুওংকে হারিয়ে দেন স্ট্রেট গেমে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছেন আরও দুই ভারতীয়। সাইনা নেহওয়াল এবং এইচএস প্রণয়ও কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

Advertisement
আরও পড়ুন