গোলের পর উল্লাস টমাস হোলসের ছবি টুইটার
এবারের ইউরো কাপে সব থেকে বড় অঘটন ঘটে গেল রবিবার। চেক প্রজাতন্ত্রের কাছে ০-২ ব্যবধানে হেরে বিদায় নিল নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই লাল কার্ড দেখেন নেদারল্যান্ডসের নির্ভরযোগ্য ডিফেন্ডার ম্যাথাইস ডি লাইট। তারপরেই দুটি গোল হয়েছে।
চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ থাকলেই যেন নেদারল্যান্ডসের বুকে কাঁপুনি শুরু হয়ে যায়। অতীতে যা অনেক বার দেখা গিয়েছে। শেষ বার ২০১৫ সালে ইউরো ২০১৬-র যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সে বারও হেরেছিল নেদারল্যান্ডস। শুধুই তাই নয়, সেই একই যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডেও হেরেছিল তারা। ইউরো কাপে শেষ বার ২০০৪ সালে মুখোমুখি হয়েছিল তারা। সে বার দু’গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও ৩-২ জিতেছিল চেক প্রজাতন্ত্র।
রবিবার প্রথমার্ধে দু’দলই একে অপরকে মেপে নেয়। ডি লাইট এবং প্যাট্রিক শিকের কাছে সুযোগ এসেছিল। তবে তাঁরা কাজে লাগাতে পারেনি। খেলা ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। অনেক বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করে চেক প্রজাতন্ত্র। কিছুটা খেলার বিপরীতে গিয়েই সুযোগ চলে এসেছিল নেদারল্যান্ডসের সামনে। মেম্ফিস দিপাইয়ের পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন ডনিয়েল মালেন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। দুর্দান্ত সেভ করেন চেক গোলরক্ষক ভাচলিক।
এর পরের প্রতি আক্রমণেই সুযোগ এসেছিল চেকদের সামনে। গোল লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিলেন শিক। কিন্তু তাঁকে অবৈধ ভাবে আটকাতে যান ডি লাইট। প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখালেও ভিডিয়ো সহকারি রেফারির নির্দেশে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। ইউরো কাপে চার বার লাল কার্ড দেখলেন নেদারল্যান্ডসের ফুটবলাররা। চার বারই চেকদের বিরুদ্ধে। প্রথম দু’বার অবিভক্ত যুগোশ্লাভিয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখেন ডাচরা।
এরপরেই চেকদের প্রথম গোল। কালাসের ক্রস থেকে গোল করেন টমাস হোলস। তিনি গোল করার সময় ডাচদের কোনও ডিফেন্ডার ধারেকাছে ছিলেন না। খেলায় ফেরার মরিয়া চেষ্টা করেছিল ডাচরা। কিন্তু ফের তাঁদের দুর্বলতার সুযোগ নিয়ে এগিয়ে যায় চেক। ডাচ অধিনায়ক জর্জিনিয়ো ওয়াইনালডামের থেকে মাঝমাঠ বরাবর বল কেড়ে নেন হোলস। বক্সে পাস বাড়ান শিককে। শিক ভুল করেননি। প্রতিযোগিতায় চার গোল হয়ে গেল তাঁর। কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
Most EURO final tournament goals for the Czech Republic:
⚽️5⃣ Milan Baroš
⚽️4⃣ Vladimír Šmicer
⚽️4⃣ Patrik Schick#EURO2020 | #CZE pic.twitter.com/c8PEA4MoAL