Online Gaming

ধরা পড়লে তিন বছরের জেল, সঙ্গে কোটি টাকা জরিমানা! নিষিদ্ধ হয়েও কী ভাবে দেশে চলছে অনলাইন গেম?

অগস্টে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’ পাশ করে অনলাইন গেমিং অ্যাপগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু, তার পরেও অনলাইনে খেলা যাচ্ছে গেম। কোন আইনের ফাঁক গলে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৩
Representative Picture

—প্রতীকী ছবি।

অনলাইন গেম নিষিদ্ধ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু, তার পরেও মোবাইল ফোনে দিব্যি খেলা যাচ্ছে পাবজ়ি বা ডিজিএমআইয়ের মতো অনলাইন গেম! নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার? কেন্দ্রীয় আইনে কোথায় রয়েছে ফাঁক? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

চলতি বছরের অগস্টে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’ পাশ করে মোদী সরকার। সংশ্লিষ্ট আইনটিতে বলা হয়েছে, আর্থিক লেনদেন রয়েছে এমন কোনও অনলাইন গেম খেলতে পারবে না এ দেশের আমজনতা। শুধু তা-ই নয়, যে অনলাইন গেমগুলিতে পুরষ্কার মূল্য রয়েছে, সেগুলিও খেলা যাবে না। সংশ্লিষ্ট গেমগুলিকে নতুন আইনটির আওতায় পুরোপুরি নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় প্রশাসন।

এই আইন চালু হওয়া ইস্তক রিয়েল মানি গেম, পোকার বা রামির মতো ফ্যান্টাসি গেমগুলো রাতারাতি বন্ধ হয়েছে। কিন্তু, যে গেমগুলিতে আর্থিক লেনদেনের কোনও বিষয় নেই সেগুলি দিব্যি চালু রয়েছে। কিছু অনলাইন গেম আবার শিক্ষামূলক উদ্দেশ্যে বা শুধু মাত্র মজা করার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সেগুলি খেলার ক্ষেত্রে কোনও বাধা নেই।

তার পরেও লুকিয়ে আর্থিক লেনদেন যুক্ত অনলাইন গেম খেললে কড়া শাস্তির বিধান রয়েছে সদ্য পাশ হওয়া কেন্দ্রীয় আইনে। সে ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। পরে আদালতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ফলে অনলাইন বা ফ্যান্টাসি গেম খেলার আগে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা।

Advertisement
আরও পড়ুন