Travel Packing Tips for Monsoon with Baby

বর্ষায় নবজাতককে নিয়ে বেড়াতে যাবেন? সঙ্গে রাখতে হবে দরকারি কয়েকটি জিনিস, গোছানোর আগে জানুন

ভ্রমণপ্রেমী নতুন মা-বাবাদের কাছে সদ্যোজাতকে নিয়ে বেড়াতে যাওয়া নতুন বিষয়। তার উপর আবার বর্ষা। তাই ব্যাগ গোছানোর সময়ে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১২:২১
বর্ষায় শিশুকে নিয়ে বেড়াতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?

বর্ষায় শিশুকে নিয়ে বেড়াতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? ছবি: এআই।

বর্ষায় ভ্রমণ নিয়ে নানা জনের নানা মত। কিন্তু ভ্রমণপিপাসুদের কাছে এই ঋতুর মাহাত্ম্য অন্য স্তরে। কেরল হোক বা পুরুলিয়া, চেরাপুঞ্জি হোক বা লোনাভলা, বৃষ্টিভেজা অবস্থায় কিছু জায়গা অপরূপ হয়ে যায় বলে মনে করেন অনেকে। তাই বর্ষায় সফর নিয়ে অনেকেই উৎসাহী। কিন্তু আপনি কি সদ্যই সন্তানের জন্ম দিয়েছেন? ভ্রমণপ্রেমী নতুন মা-বাবাদের কাছে সদ্যোজাতকে নিয়ে বেড়াতে যাওয়া নতুন বিষয়। তার উপর আবার বর্ষা। তাই ব্যাগ গোছানোর সময়ে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। শিশুর সঙ্গে ভ্রমণ মানেই পদে পদে দুশ্চিন্তা। সেই কারণেই পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়া দরকার। আপনার শিশুর আরাম, স্বাস্থ্য এবং সুরক্ষা সফরতালিকার শীর্ষে থাকা উচিত, বিশেষ করে যদি বর্ষায় ঘুরতে যান।

Advertisement
শিশুকে নিয়ে বর্ষায় ভ্রমণ করতে হলে পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়া দরকার।

শিশুকে নিয়ে বর্ষায় ভ্রমণ করতে হলে পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়া দরকার। ছবি: সংগৃহীত

এমন পরিস্থিতিতে শিশুর জন্য ব্যাগে কী কী রাখবেন?

· ডায়াপার ব্যাগ যেন নাইলন বা পলিয়েস্টারের হয়। তা ছাড়া জ়িপলকের ব্যবস্থা থাকলে ভাল। নয়তো বৃষ্টির জল ঢুকে ডায়াপার ভিজিয়ে দিতে পারে।

· বৃষ্টির জল শিশুর গায়ে লাগলে, অথবা ভ্যাপসা গরমে ঘেমে গেলে ত্বকে ফুস্কুড়ি এবং সর্দি-কাশির সমস্যা দেখা দিতে পারে। তাই দ্রুত শুকোনোর জন্য সুতির বা মাইক্রোফাইবারের মতো পোশাক বেশি করে প্যাক করে নেবেন। যে জামাগুলি সহজে খোলা যেতে পারে।

· রেনকোট এবং স্ট্রলারের কভার বা ক্যারিয়ারের কভার আপনার শিশুকে রক্ষা করতে পারে বৃষ্টি থেকে। এ ছাড়াও, একটি ছোট ছাতা হাতের কাছে রাখা ভাল।

· অতিরিক্ত ডায়াপার সঙ্গে রাখা ভাল। কিন্তু সেটি একটি ব্যাগে না রেখে অন্য ব্যাগে প্যাক করবেন। যদি কোনও ভাবে একটি ব্যাগ বৃষ্টির জল লেগে ভিজে যায়, তা হলে অন্য ব্যাগে রাখা ডায়াপার আপনার সহায় হতে পারে।

· হ্যান্ড স্যানিটাইজ়ার এবং বেবি ওয়াইপস রাখবেন হাতের কাছে। ডায়াপার পাল্টানোর সময়ে হাত, মুখ মুছিয়ে দিতে পারবেন।

· বর্ষায় পোকামাকড় এবং মশার উপদ্রব বাড়ে। তাই শিশুদের ব্যবহারের উপযুক্ত মশা তাড়ানোর লোশন প্যাক করতে হবে।

· দুধ খাওয়ানোর জন্য একটি নয়, দু’টি বোতল সঙ্গে রাখবেন। সেগুলি যেন স্টেরিলাইজ় বা জীবাণুমু্ক্ত করা থাকে। সেগুলি আলাদা আলাদা ব্যাগে প্যাক করতে হবে।

· ফুটোনো এবং ঠান্ডা জল নানা কাজে লাগতে পারে। তাই দু’টি ফ্লাস্কে দু’প্রকার জল ভরে নেবেন।

· শিশুকে খাওয়ানোর জন্য ফলের থলি, প্লাস্টিকমুক্ত পাত্র রেখে দেবেন। সঙ্গে ছোট চামচ, বিব আর পরিচ্ছন্ন কয়েকটি কাপড়ও রাখা প্রয়োজন।

· ঢাকনা দেওয়া স্ট্রলার নিয়ে ঘুরতে হবে। যাতে সন্তানের গায়ে বৃষ্টির ছাট না লাগে।

· বেবি ক্যারিয়ার নিলে দেখবেন, যেন তা জল-নিরোধক উপাদানে তৈরি হয়।

Advertisement
আরও পড়ুন