নির্ভরশীলতা, বন্ধুত্ব থেকে গেলে দাম্পত্য জীবনের সব বাধা, সমস্যা পার করে ফেলা যায়
'স্ত্রী যতটা গোছানো, আমি ততটা নই' 'বউ রান্না নয়, বেক করতে পছন্দ করে' দাম্পত্য জীবন নিয়ে অকপট অঞ্জন-পরম
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৮
Advertisement
অঞ্জন দত্তর হাত ধরেই টলিপাড়ায় পথ চলা শুরু পরমব্রতর। এ বার তাঁর পরিচালনাতেই 'এই রাত তোমার আমার' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন। দাম্পত্য জীবনের রসায়ন থেকে শিল্পীদের সমাজ সচেতনতা, জীবনের ঝড়ের রাত - সব নিয়ে একান্ত আলাপচারিতায় অঞ্জন-পরম।