প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ওপরের দিকেই থাকে ফুলকি। যদিও প্রথম স্থান হাতছাড়া হয়েছে বেশ কিছু সপ্তাহ ধরে। তাই অন্যদের টিআরপি তালিকায় ছিটকে দিতে একেবারে বক্সিং রিংয়ে নেমে পড়েছে ফুলকি। মুখোমুখি লড়াই শালিনীর সঙ্গে। টিম ফুলকি কী ভাবে সারল বক্সিংয়ের প্রস্তুতি? রোহিত স্যার, ফুলকি, শালিনী- তাঁরাই বা কী বলছেন ধারাবাহিকে এই নতুন অভিজ্ঞতা নিয়ে । সব শুনল আনন্দবাজার অনলাইন।