অহমেদাবাদ পৌঁছে এনআইএ দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক শৃঙ্খলা কমিটি তৈরি করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা এড়াতে, যাত্রী সুরক্ষায় কী কী প্রোটোকল রয়েছে কমিটি তা খতিয়ে দেখবে। কোথাও ত্রুটি থাকলে প্রয়োজনে নতুন করে প্রোটোকল তৈরি করতে পারে মন্ত্রক।