দিল্লির মেয়ে আকৃতি। মুম্বইয়ের স্ট্রাগল পেরিয়ে কলকাতায়ও তিনি জনপ্রিয়। একের পর এক হিট গান তাঁর ঝুলিতে। সদ্য স্বপ্ন পূরণ হল তাঁর। নিজের তৈরি করা গান রেকর্ড করলেন কুমার শানু। গানের নাম ‘সহবাতে’। ব্যক্তিগত জীবন, মাতৃত্ব, কেরিয়ার, রিয়্যালিটি শো, ট্রোলিং সব নিয়ে আড্ডায় আকৃতি কক্কর।