অরবিন্দ কেজরীওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন— দিল্লিভোটে আম আদমি পার্টির প্রথম সারির নেতাদের সবাই হেরে গিয়েছেন। ৪৮-২২ ভোটে জিতে, ২৭ বছর পর মসনদ দখল করছে ভারতীয় জনতা পার্টি। অরবিন্দ কেজরীওয়াল এবং দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা জনতার রায় মেনে নিয়ে বার্তা দেন। কিন্তু আপের এই ভরাডুবির নেপথ্যে কোন কারণ?