৬ জুন কেন্দ্রের টেলিযোগাযোগ মন্ত্রক স্টারলিঙ্ককে প্রয়োজনীয় লাইসেন্স দেয়। যা নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্ক ‘লো আর্থ অরবিট’ উপগ্রহ বা ‘লিও’ নিয়ে। দরপত্র হেঁকে স্যাটেলাইট স্পেক্ট্রাম বিলির নীতি থেকে সরে এসেছে কেন্দ্র। প্রশাসনিক ভাবে স্পেক্ট্রাম বিলি-বন্টনের নীতি ঘোষিত হয়েছে। ভারতে ‘স্টারলিঙ্ক’-এর মতো সংস্থাকে অবাধ বাণিজ্যের সুযোগ করে দেওয়া হয়েছে।