মাইসুরুর ইনফোসিস অফিসে এক ধাক্কায় অন্তত ৪০০ শিক্ষানবিশ ইঞ্জিনিয়রের চাকরি যায়। সন্ধ্যা ৬টার মধ্যে অফিস ছাড়তে বাধ্য করা হয় তাঁদের। শোনা হয়নি কোনও আবেদন। কেন এই ছাঁটাই? ইনফোসিসই বা কী ব্যাখ্যা দিচ্ছে?