পুলিশের ভুলের মাশুল গুনছেন ৩১ বছরের আকাশ। সইফ আলি খানের হামলাকারী সন্দেহে দুর্গ স্টেশন থেকে গ্রেফতার করা হয় আকাশ কৈলাশ কানোজিয়াকে। দোষী সাব্যস্ত হওয়ার আগেই প্রেস বিবৃতির মাধ্যমে তাঁর নাম ও ছবি প্রকাশ করে আরপিএফ। সমাজমাধ্যম ও সংবাদমাধ্যম মারফত আকাশের ছবি ছড়িয়ে পড়ে সইফের হামলাকারী হিসেবে। দীর্ঘ জেরা ও হেনস্থার পর ছাড়া পেলেও, যুবকের দাবি প্রচারের ফলেই চাকরি খোয়াতে হয় তাঁকে। এমন কী ভেঙে যায় বিয়েও।