ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া, কমেডিয়ান সময় রায়না এবং কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজার বিরুদ্ধে মামলা। ভারতীয় ন্যায় সংহিতার ৭৯, ১৯৬, ২৯৬ ২৯৯-সহ তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। বিতর্কের পর রণবীরকে আনফ্রেন্ড করেছে তাঁর গার্লফ্রেন্ড। ধস নেমেছে ফলোয়ারে। কমছে সাবস্ক্রাইবারও। হাজিরা দিতে বলেছে জাতীয় মহিলা কমিশন। নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিয়েছেন। সেই ইউটিউবারের ভবিষ্যৎ নিয়ে এখন অনেক প্রশ্ন।