মাত্র ১২ মিনিটেই শেষ হয়ে গেল আরজি কর মামলার রায় ঘোষণার পর্ব। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দিলেন, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই দোষী। আগামী সোমবার সম্ভবত এই মামলায় শাস্তি ঘোষণা করবেন বিচারক। শনিবার বিচারক যখন রায় শোনাচ্ছিলেন তখন সঞ্জয় নিজে বার বার নিজেকে নির্দোষ বলে দাবি করে। বিচারক তা শুনে তাকে বলেন, আগামী সোমবার তার কথা শোনা হবে। একই সঙ্গে বিচারক তাকে জানিয়ে দেন, যে যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাজা কী? ১২ মিনিটের মধ্যেই আদালতের রায়দানের প্রক্রিয়া শেষ হয়ে যায়। বিচারক জানিয়েছেন, এই মামলায় সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। সোমবার এই দু’য়ের মধ্যে কোন সাজা শোনানো হয় সঞ্জয়কে, সেটাই দেখার।
১১ নভেম্বর থেকে ৫০ দিন আরজি কর মামলার শুনানি চলেছে শিয়ালদহ আদালতে। ১৮ জানুয়ারি সেই মামলায় রায় ঘোষণা করল আদালত। সে জন্য কোর্ট চত্বর মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার বেড়াজালে। তদন্তকারী সংস্থা সিবিআই চার্জশিটে এই মামলায় ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র দোষী হিসাবে উল্লেখ করেছিল। রায়েও তারই প্রতিফলন।