অগস্টে এক চোট ভাঙচুর হয়েছিল। ৫ ফেব্রুয়ারি আগুন লাগিয়ে, বুলডোজ়ার চালিয়ে ধুলোয় মিশিয়ে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের ৩২ ধানমন্ডি রোডের বাড়ি। বাংলাদেশ বলছে, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতির দেওয়ার ঘোষণাই ‘ট্রিগার’। শেখ হাসিনা যত দিন এ দেশে থাকবেন, আদৌ সহজ হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক?