শিভন জিলিস। বয়স ৩৯। জন্ম কানাডায়। মা সারদা এন পঞ্জাবী। আর বাবা রিচার্ড জিলিস কানাডিয়ান। শিভন মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। অর্থনীতি এবং দর্শন নিয়ে পড়াশোনা। শিভনকে নিজের স্টার্টআপ, নিউরালিঙ্কের যাবতীয় দায়িত্ব দিয়েছেন ইলন মাস্ক। শিভন নিউরালিঙ্কের ডিরেক্টর। ইলনের বিশেষ বিশেষ প্রজেক্টগুলো পরিচালনা করে থাকেন শিভন। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টেসলার হয়েও কাজ করেছেন শিভন জিলিস। ইয়েল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী ব্লুমবার্গ বেটার প্রতিষ্ঠাতা সদস্য। ২০১৫ সালে ফোর্বস বিশ্বের যে অনূর্ধ্ব ৩০ উদ্যোগপতির তালিকা প্রকাশ করে, তার একজন শিভন জিলিস।
দু’জনে সম্পর্কে আছেন, এ কথা কেউই প্রকাশ্যে বলেননি। না ইলন মাস্ক, কিংবা শিভন জিলিস। মাস্কের সঙ্গে বৈঠকে তিন শিশু নরেন্দ্র মোদীর থেকে বই উপহার পায়। তার মধ্যে যমজ শিশুর অভিভাবিকা শিভন জিলিস। অ্যাজুর এবং স্ট্রাইডারের মা। ২০২১ সালে তাদের জন্ম। ২০২৪ সালে ইলন মাস্কের আরেক সন্তানের জন্ম দেন শিভন। শোনা যায়, নিজের আরও ১১ সন্তানের জন্য টেক্সাসে যে কমপাউন্ড ইলন তৈরি করেছেন, সেখানেই থাকেন শিভন জিলিস। সবার আড়ালে, খানিক রহস্যে মোড়া তাঁর প্রতিদিন।