তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কে গ্রেফতার চার। কঠগড়ায় তিন ডেয়ারি সংস্থা। গ্রেফতার করা হয়েছে বাবা ডেয়ারি নামের সংস্থার প্রাক্তন দুই কর্তা বিপিন এবং পোমিল জৈন-সহ বৈষ্ণবী ডেয়ারির কর্তা অপূর্ব চাওড়া এবং এআর ডেয়ারির কর্তা রাজশেখরকে। শীর্ষ আদালতের নির্দেশেই গত নভম্বরে ৫ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছিল সিবিআই। গোয়েন্দা সংস্থার দুই গোয়েন্দা, অন্ধ্রপ্রদেশ পুলিশের দুই কর্তা-সহ ফুড সেফটি অথরিটি অব ইন্ডিয়ার এক অফিসার রয়েছেন এই বিশেষ দলে। অক্টোবরে শীর্ষ আদালত জানায়, সিবিআইয়ের পথনির্দেশিকা ধরেই তিরুপতির লাড্ডু বিতর্কের তদন্ত করবে এই বিশেষ দল। তাঁদের তদন্তে কাঠগড়ায় বাবা ডেয়ারি, বৈষ্ণবী ডেয়ারি এবং এআর ডেয়ারি। এই তিন ডেয়ারির বিরুদ্ধেই রয়েছে টেন্ডার দুর্নীতির অভিযোগ।