ফেডারেশন বনাম গিল্ড বিবাদে সরকারের হস্তক্ষেপ। পরিচালকদের সঙ্গে কথা, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের। ‘একান্নবর্তী পরিবারে সুখ, দুঃখ, মান-অভিমান থাকে’, আলোচনা করে মিটিয়ে নেওয়ার পরামর্শ দুইমন্ত্রীর। আশ্বাস পেয়ে কাজে ফিরছেন পরিচালকেরা। সহযোগিতা করবে ফেডারেশন?