প্রতি সপ্তাহে টেলিভিশনে মেগা সিরিয়ালের টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই লেগেই আছে। এ বার অন্য মেগাদের পিছনে ফেলে দিতে 'মিত্তিরবাড়ি'তে নতুন চমক। ধ্রুব ও জোনাকি পুষ্পারাজ ও শ্রীবল্লির ভূমিকায়। সামি গানে নাচের দৃশ্যায়ন বেশ উপভোগ করলেন নতুন জুটি আদৃত-পরিজাত ।