মেক্সিকো, কানাডা আর চিনকে শায়েস্তা করতে চান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ওই তিন দেশের উপর শুল্ক চাপানোর ভাবনা। আপাতত কিছু শর্তে ছা়ড় পেয়েছে মেক্সিকো আর কানাডার। শুল্ক বসছে না। কিন্তু চিন নিয়ে মত বদলাননি ট্রাম্প। তিন দেশের পণ্যের উপর শুল্ক চাপলে সাধারণ আমেরিকাবাসীর পকেটে টান পড়বে? বদলাতে হবে খাদ্যাভাস? ভারত-সহ অন্যান্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। তার ঘোষণা যদিও এখনও হয়নি। কিন্তু তার আগেই কী ভারতের অর্থনীতির উপর ট্রাম্পের শুল্কনীতির প্রভাব পড়তে পারে?