"এ বারের বাজেট মধ্যবিত্তের বাজেট", কেন্দ্রীয় বাজেট নিয়ে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ১ ফেব্রুয়ারির বাজেট পেশের বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন স্ল্যাব অনুযায়ী বদলাল করের হিসেবও। নতুন কর কাঠামোয় স্বস্তি কি পেল মধ্যবিত্ত?