180 KG Alligator

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ১০ ফুট লম্বা অ্যালিগেটর! মুখ ঢাকা দিয়ে ঘাড়ে চেপে বসলেন উদ্ধারকারীরা, তার পর…

অ্যালিগেটরটি কোনও ভাবে নিজের এলাকা ছেড়ে জনবসতিতে ঢুকে পড়ে। স্থানীয়েরা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন উদ্ধারকর্তারা। বিশাল অ্যালিগেটরটির ছবি তোলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১২:৪৫

ছবি: সংগৃহীত।

মুখ হাঁ করে রাস্তার ধার দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে বিশাল সরীসৃপ। গাড়িঘোড়া দেখে তেড়ে যাচ্ছে না সে। এমনকি, লোকজন দেখেও কোনও ভ্রুক্ষেপ নেই তার। মনের আনন্দে রাস্তা দিয়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে ১০ ফুট লম্বা একটি অ্যালিগেটর। সমাজমাধ্যমে সেই ছবিই ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অনস্লো কাউন্টি শেরিফ’স অফিস’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। পোস্ট থেকে জানা গিয়েছে যে, আমেরিকার নর্থ ক্যারোলিনার অনস্লো কাউন্টি এলাকায় এই অ্যালিগেটরের দেখা পাওয়া গিয়েছে। কোনও ভাবে তা নিজের এলাকা ছেড়ে জনবসতিতে ঢুকে পড়েছে।

স্থানীয়েরা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন উদ্ধারকর্তারা। বিশাল অ্যালিগেটরটির ছবি তোলেন তাঁরা। তার পর অ্যালিগেটরটিকে উদ্ধার করার আনন্দে তার মুখ কাপড় দিয়ে ঢেকে ঘাড়ের উপর চেপে বসে পড়েন দুই উদ্ধারকর্মী। অ্যালিগেটরের ঘাড়ে চেপে পোজ় দিয়ে ছবি তোলেন তাঁরা।

জানা গিয়েছে, অ্যালিগেটরটির ওজন ১৫০ থেকে ১৮০ কিলোগ্রাম। ১০ ফুট লম্বা সরীসৃপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। ছবিগুলি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই বিশাল সরীসৃপ তো সাক্ষাৎ দানব। এর তো বিশাল চেহারা!’’

Advertisement
আরও পড়ুন