ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মঞ্চের উপর ফুল দিয়ে সাজানো সোফায় লেহঙ্গা পরে বসেছিলেন নববধূ। ভালবেসে জীবনসঙ্গিনীর পায়ে নূপুর পরাতে চাইছিলেন তরুণ। হাঁটু গেড়ে নীচে বসে পড়েছিলেন তিনি। তরুণের পায়ের উপর পা রেখে নূপুর পরিয়ে দিতে বলেন নতুন বৌ। তরুণ হাসিমুখে যখনই নূপুর পরাতে যাচ্ছেন, তখনই খুনসুটি করে পা সরিয়ে ফেলছেন তরুণী। বার কয়েক একই ঘটনা ঘটার পর রেগে যান তরুণ।
পা ধরে টেনে তরুণীকে সোফা থেকে ফেলে দেন তিনি। তার পর তরুণীকে মারধর করতেও শুরু করেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নাজ়িয়া খান’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নববধূকে সোফা থেকে টেনে ফেলে তাঁকে মারধর করে চলেছেন তাঁর বর। তার পর রেগেমেগে সেখান থেকে চলে যান তিনি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। আসলে, নববধূকে নূপূর পরানোর জন্য হাঁটু গেড়ে বসেছিলেন তরুণ।
বরের সঙ্গে মশকরা করতে চেয়েছিলেন তরুণী। তাঁর পায়ে যখনই নূপুর পরানোর জন্য বর এগিয়ে যাচ্ছেন, তখনই খিলখিল করে হেসে পা সরিয়ে দিচ্ছেন তিনি। বার কয়েক এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রেগে যান তরুণ। জীবনসঙ্গিনীর পা ধরে টেনে সোফা থেকে নীচে ফেলে দেন তিনি।
তার পর তরুণীর মাথায় হাত দিয়ে বার বার মারতে থাকেন তরুণ। মারধর করে সেখান থেকে রাগ দেখিয়ে চলেও যান তিনি। তরুণী মাটিতে বসে থাকা অবস্থায় পা বাড়িয়ে তাঁর বরকে নূপুর পরানোর জন্য অনুরোধ করতে থাকেন। ভিডিয়োটি দেখে বোঝা যাচ্ছে যে, এটি সত্য ঘটনা নয়। সমাজমাধ্যমে মজাদার ভিডিয়ো পোস্ট করার জন্য দু’জনেই অভিনয় করেছেন।