Pune

অফিসে মিটিং চলাকালীন এক ছুটে ছাদে, লাফ দিয়ে নিজেকে শেষ করলেন ২৩ বছর বয়সি ইঞ্জিনিয়ার

মৃত তরুণের নাম পীযূষ অশোক কাওয়াড়ে। পুণের হিঞ্জওয়াড়ি আইটি পার্কে অ্যাটলাস কপকো (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১০:১১
23 year old Pune techie leaves office meeting midway and jump from the roof

— ফাইল চিত্র ।

কিছু না বলে অফিসের মিটিং চলাকালীন দৌড়ে বেরিয়ে গিয়েছিলেন। এর পর অফিসের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন ২৩ বছর বয়সি এক ইঞ্জিনিয়ার! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে শহরে। তরুণ ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলেও খবর।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত তরুণের নাম পীযূষ অশোক কাওয়াড়ে। পুণের হিঞ্জওয়াড়ি আইটি পার্কে অ্যাটলাস কপকো (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন তিনি। গত মাসের জুলাই মাস থেকে তিনি ওই সংস্থায় কাজ করছিলেন।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে পীযূষের অফিসের মিটিং চলছিল। সকাল সাড়ে ৯টা নাগাদ সেই মিটিংয়ের মাঝখান থেকেই বেরিয়ে যান তিনি। মিটিং থেকে বেরিয়ে দৌড়ে চলে যান অফিসের ছাদে। এর পর ছাদ থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দেন। পুলিশ নিশ্চিত করেছে যে, পীযূষ তাঁর পরিবারের উদ্দেশে একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন। ইতিমধ্যেই সেটি তদন্তকারীদের হাতে এসেছে।

পুণের সহকারী পুলিশ কমিশনার সুনীল কুরাডে জানিয়েছেন, কর্মক্ষেত্রে চাপের কারণেই তরুণ আত্মহত্যা করেছেন, সুইসাইড নোট থেকে তেমন ইঙ্গিত পাওয়া যায়নি। তদন্ত চলছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করা হবে। আত্মীয়স্বজনদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। অন্য দিকে, সংস্থার তরফে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন